IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তবে পরপর ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছন্দ হারিয়ে ফেলেছিল প্যাট কামিন্সের দল। আজ অভিষেক শর্মা র হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়ালো হায়দ্রাবাদ। ম্যাচে পাঞ্জাব কিংস প্রথম ইনিংসে ব্যাট করে ২৪৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা।
Read More: IPL 2025: উপ্পলে আগুন জ্বালালেন অভিষেক শর্মা, তরুণ ওপেনারের দুর্দান্ত শতকে পাঞ্জাবকে গুঁড়িয়ে দিলো সানরাইজার্স !!
এই তরুণ তারকার ব্যাট থেকে আসে ৫৫ বলে ১৪১ রান। এই রান এখনও পর্যন্ত আইপিএলে করা কোনো ভারতীয় ক্রিকেটারের এক ইনিংসের সর্বোচ্চ রান। তিনি ম্যাচে ১৪ টি চার এবং ১০ টি ছয় মেরেছিলেন। ফলে হায়দ্রাবাদ ৮ উইকেটে পাঞ্জাব কিংসেকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে অবিশ্বাস্য ইনিংস খেলার পর যুবরাজ সিংয়ের প্রিয় ছাত্র সোশ্যাল মিডিয়ায় প্রসংশিত হচ্ছেন। ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর অভিষেক শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যুবি পাজিকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমার পাশে ছিলেন। সূর্যকুমার যাদবও বলেছিলেন আমি খুব তাড়াতাড়ি বড়ো একটি ইনিংস গড়বো।”
অভিষেক শর্মার প্রসংশা করে একজন লিখেছেন, “কোনো অতি নাটকীয়তা নেই, অভিষেকের খেলার প্রতি সত্যিকারের ভালোবাসা আছে।” এক সমর্থক মিম বানিয়ে অভিষেক শর্মার মুখে কথা বসিয়ে লিখেছেন, “শুনলাম নাকি তোমরা প্রিয়াংশ আর্য নামে একজনকে নতুন বাবা বানিয়ে নিয়েছো।” উল্লেখ্য এই বছর আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি দুর্দান্ত শতরান করেন প্রিয়াংশ। আবার একজন চেন্নাই সুপার কিংসকে কটাক্ষ করে লিখেছেন, “চেন্নাই সুপার কিংস ভাবছে অভিষেকের এই রানটা সত্যিই এক ইনিংস থেকে এসেছে তো?” উল্লেখ্য সম্প্রতি চেন্নাই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১০৩ রানে অল আউট হয়ে গিয়েছিল।