১ বছরেই নজরকাড়া সাফল্য অভিষেক শর্মার, ICC'এর মাইলফলক ছুঁয়ে ফেললেন তরুণ ওপেনার !! 1

ভারতের তৃতীয় ক্রিকেটার হিসাবে নজির গড়লেন বামহাতি ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। বুধবার, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের জন্য নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে। সেই তালিজা অনুযায়ী শীর্ষে উঠে এসেছেন তারকা এই ওপেনার। অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ট্রেভিস হেডকে (Travis Head) টপকে গেলেন অভিষেক। এক বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে বড় নজির গড়ে ফেললেন অভিষেক। ২০২৪’এর জুলাইতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করেছিলেন অভিষেক।

ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

Abhishek sharma, ind vs eng, অভিষেক শর্মা
Abhishek Sharma | Image: Getty Images

দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। যদিও, দেশের হয়ে শুধু টি-টোয়েন্টি ফরম্যাট খেলার সুযোগ পেয়েছেন অভিষেক। মাত্র এক বছরের মধ্যেই কীর্তিমান রচনা করে ফেললেন অভিষেক। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন অভিষেক। এর আগে, প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বর্তমান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) এই তালিকায় শীর্ষস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।

Read More: চন্দ্রকান্ত পন্ডিতের পর KKR ছাড়লেন এই দুই সদস্য, লখন‌উয়ের হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !!

সদ্য প্রকাশিত তালিকায় অভিষেকের রেটিং ৮২৯। অভিষেক ১৬টি ইনিংসে ৩৩.৪৪ গড়ে এবং ১৯৩.৮৫ স্ট্রাইক রেটে ২টি শতরান ও ২টি অর্ধশতরানের দৌলতে ৫৩৫ রান বানিয়েছেন। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড (Travis Head)। তাঁর রেটিং এখন ৮১৪। পাশাপশি, ক্রমতালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছেন ভারতীয় দলের আর এক ব্যাটসম্যান তিলক ভার্মা (Tilak Varma)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ছন্দ দেখানোর কারণে তিলক দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। তবে, অভিষেক শীর্ষে পৌঁছাতেই তৃতীয় স্থানে নেমে এসেছেন তিলক। অন্যদিকে, তালিকায় অনেকটা পতন ঘটেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। ভারত অধিনায়ক প্রথম ১০ জনের মধ্যে থাকলেও সূর্য ষষ্ঠ স্থানে নেমে এসেছেন। ৭৩৯ রেটিং নিয়ে ছয়ে নেমে এসেছেন স্কাই। খুব শীঘ্রই পুরানো ছন্দ ফিরে পেতে চাইবেন সূর্য।

শীর্ষস্থান বহাল রেখেছেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya | Image: Getty Images

তবে দু’ধাপ পিছিয়ে প্রথম ১০-এর বাইরে চলে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। ৬৭৩ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বরে। অন্যদিকে, বোলারদের কথা বলতে গেলে, ৭০৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। সপ্তম স্থানে রয়েছেন আর সক স্পিনার রবি বিষ্ণু (Ravi Bishnoi) এবং এক ধাপ নেমে ১০ নম্বরে নেমে এসেছেন অর্ষদীপ সিং। ১৪ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এছাড়া, অলরাউন্ডারদের কথা বলতে গেলে শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), এছাড়া ১১ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল।

Read Also: বুমরাহের সঙ্গে ওভাল টেস্টের আগেই দেশে ফিরলেন তারকা পেসার, খেলবেন না বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *