IPL 2025: IPL 2025: আইপিএলে আবার ফিরে এসেছে ক্রিকেটের উন্মাদনা। আজ টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদের (LSG vs SRH ) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করে ঋষভ পান্থের দল ২০৫ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করেছিলেন হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। চলতি আইপিএলে এই তরুণ ব্যাটসম্যান দুরন্ত ফর্মে রয়েছেন। এবার তিনি ম্যাচের মধ্যেই লখনউয়ের বোলার দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন।
Read More: “ঘাড় ধাক্কা দিয়ে বার করবে…” সানরাইজার্সের বিরুদ্ধে ৭ রানে উইকেট হারালেন ঋষভ পন্থ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
বিবাদে জড়ালেন অভিষেক ও দিগ্বেশ-

আজ লখনউ সুপার জায়ান্টসের (LSG) দেওয়া ২০৬ রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তিনি একাই দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ম্যাচের অষ্টম তম ওভারে দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) করা গুগলি বল এই তরুণ ব্যাটসম্যানের ব্যাটে লেগে শূনে উঠে যায়। শার্দুল ঠাকুর (Shardul Thakur) সহজ ক্যাচটি ধরে ফেলেন। ফলে অভিষেক শর্মা (Abhishek Sharma) ২০ বলে ৫৯ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগাচ্ছিলেন। কিন্তু দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) উদযাপন বিতর্কের সূত্রপাত ঘটায়। অভিষেক শর্মা লখনউ স্পিনারের উদযাপনের বিরুদ্ধে সরব হন এবং দিগ্বেশ রাঠির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। দুই ক্রিকেটারের বিবাদ থামানোর জন্য আম্পায়ারদের পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য দিগ্বেশ চলতি আইপিএলে বিতর্কিত নটবুক সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়েছিলেন।
দেখুন সেই ভিডিওটি-
প্লে অফের দৌড় শেষ লখনউয়ের-

প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে জয় তুলে নিতে হতো লখনউ সুপার জায়ান্টসকে (LSG)। কিন্তু ২০৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েও জয়ের কাছাকাছি পৌঁছাতে পারলো না ঋষভ পান্থের (Rishabh Pant) ছেলেরা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অভিষেক শর্মা (Abhishek Sharma) ৫৯ রানে আউট হয়ে যাওয়ার পর হায়দ্রাবাদের হয়ে হাল ধরেন হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) এবং কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। ক্লাসেনের ব্যাট থেকে ২৮ বলে ৪৭ এবং কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে ২১ বলে ৩২ রান আসে। এর ফলে অরেঞ্জ আর্মিরা ১৮.২ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অন্যদিকে ১২ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছটকে গেলো লখনউ সুপার জায়ান্টস (LSG)।