গৌতম গম্ভীরের পদাঙ্ক অনুসরণ করেই গত বছর কলকাতা নাইট রাইডার্স ছেড়েছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন টিম ইন্ডিয়াতে। গম্ভীরের সাথে তাঁর রসায়ন যেভাবে নাইটদের সাফল্য এনে দিয়েছিলো, তেমন ভারতীয় দলকেও পৌঁছে দেবে সাফল্যের শিখরে, আন্দাজ করেছিলো বিসিসিআই। ২০২৫-এর গোড়াতে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ‘মেন ইন ব্লু।’ কিন্তু তার পরও চাকরি বাঁচাতে পারেন নি অভিষেক। আট মাসের মাথায় তাঁকে বরখাস্ত করে বোর্ড। অস্ট্রেলিয়া সফরে ভারতের হতশ্রী পারফর্ম্যান্স ও ড্রেসিংরুমের তথ্য ফাঁসে তাঁর ভূমিকার কারণেই সরানো হয়েছে মুম্বইয়ের প্রাক্তনীকে, খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। টিম ইন্ডিয়া সরিয়ে দেওয়ার পর অবশ্য বেশীদিন কর্মহীন থাকতে হয় নি অভিষেককে (Abhishek Nayar)। সরাসরি নাইট শিবিরে নিজের পুরনো পদ ফিরে পেয়েছিলেন তিনি।
Read More: IPL 2025: “হঠকারী ক্রিকেট খেলছে…” রাজস্থানের বিপর্যয়ের জন্য দায়ী কোচ দ্রাবিড়, তোপ দাগলেন গাওস্কর !!
নতুন দলে ‘মেন্টর’ হচ্ছেন অভিষেক-

ভারতীয় দল থেকে সরতে বাধ্য হওয়ার পর নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। সহকারী কোচের পাশাপাশি তাঁকে নাইটদের ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের আসনও ফিরিয়ে দিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। দায়িত্ব পেয়ে আর দেরী করেন নি মুম্বইয়ের প্রাক্তনী। ইডেনে রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশীদের সাথে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। এই বছর মোটেই ভালো জায়গায় নেই নাইট রাইডার্স। তারা এখনও অবধি আট ম্যাচ খেলে হেরেছে পাঁচটিতে। ৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকার সপ্তম স্থানে রয়েছে গত বছরের চ্যাম্পিয়নরা। মরসুমের মাঝপথে অভিষেকের (Abhishek Nayar) প্রত্যাবর্তন আশা জাগিয়েছে সমর্থকদের মধ্যে। তাঁর হাত ধরেই প্লে-অফে উঠবে দল, স্বপ্ন দেখছেন তাঁরা। এই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন তিনি, সেদিকেই এখন তাকিয়ে সকলে।
নাইটদের সহকারী কোচ ও অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। পাশাপাশি বাড়তি দায়িত্বও চাপছে তাঁর কাঁধে। মুম্বই টি-২০ লীগের তৃতীয় সংস্করণে মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের ‘মেন্টর’ নিযুক্ত হয়েছেন তিনি। আগামী মে মাসের শেষের দিকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম দুই মরসুমে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিলো ছয়। এবার যোগ দিচ্ছে আরও সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস ও সোবো মুম্বই ফ্যালকনস নামে নতুন দুই দল। অভিষেক নায়ার (Abhishek Nayar) ছাড়া সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের হেড কোচ হিসেবে রয়েছেন মুম্বই দলের প্রাক্তন পেসার অমিত দানি। টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রেকে দেখা যাবে আর্কস আন্ধেরি দলের কোচ হিসেবে। তাঁর কোচিং স্টাফে থাকছেন প্রাক্তন লেফট্ আর্ম স্পিনার অজিত পাওয়ার।
তারকাদের মেলা বসছে টুর্নামেন্টে-

আগামী মে মাসের ৪ তারিখ নিলাম রয়েছে মুম্বই টি-২০ লীগের। ভাগ্য নির্ধারিত হবে ২৪০ জন ক্রিকেটারের। থাকছেন মুম্বইয়ের আটজন ‘আইকন’ খেলোয়াড়’ও। সেই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারদের মত ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখেরা। আইপিএলের মতই মুম্বইয়ের টি-২০ লীগেো থাকছে ভিত্তিমূল্য। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ‘আইকন’ খেলোয়াড়দের দাম শুরু হবে ২০ লক্ষ টাকা থেকে। রঞ্জি খেলা ক্রিকেটাররা পাবেন নূন্যতম ১০ লক্ষ টাকা। অন্যান্য ক্রিকেটারদের ন্যূন্যতম দাম হতে হবে ২ লক্ষ টাকা। আইপিএলের ধাঁচে অকশন পার্স’ও রাখা হচ্ছে এই টুর্নামেন্টে। নিলামে মোট ১ কোটি টাকা অবধি খরচ করতে পারে অংশগ্রহণকারী আট দল। চার জন অনূর্দ্ধ-১৯ ক্রিকেটার-সহ সর্বোচ্চ ১৮ জনকে সই করাতে পারে দলগুলি।