পারফর্মেন্স নয় অন্দরমহলের খবর ফাঁসের জন্য ছাঁটাই অভিষেক নায়ার, বড় খোলাশা !! 1

IPL 2025: ভারতীয় ক্রিকেট সাম্প্রতিক সময় একাধিক উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্লু ব্রিগেড‌‌। কিন্তু এর মধ্যেই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একাধিক সহযোগি কোচকে বিসিসিআই (BCCI) ছাঁটাই করে দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যা নিয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেট তোলপাড় হচ্ছে। জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে (Abhishek Nayar) সরিয়ে দেওয়ার পিছনে উঠে এসেছে দলের ভিতরের কোন্দলের ঘটনা। এবার অভিষেক নায়ারকে নিয়ে আরও বড়ো অভিযোগ সামনে এসেছে।

Read More: উল্কার গতিতে উত্থান KKR তারকা’র, বিরাট পুরস্কার দিচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা !!

বিসিসিআইয়ের নজরে ছিলেন অভিষেক-

পারফর্মেন্স নয় অন্দরমহলের খবর ফাঁসের জন্য ছাঁটাই অভিষেক নায়ার, বড় খোলাশা !! 2
Abhishek Nayar, Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images

বর্ডার-গাভাস্কার ট্রফির পর থেকেই অভিষেক নায়ারের (Abhishek Nayar) ভূমিকা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। এমনকি গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিসিসিআইকে জানিয়েছিলেন একজন ব্যাটিং কোচের প্রয়োজন আছে। অভিষেক নায়ারকে চাপে রাখার জন্য ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে (Shitanshu Kotak) নিয়োগ করেন জাতীয় দলের কর্মকর্তারা। এই ঘটনার মাস তিনেক না কাটতে কাটতেই চাকরি গেল অভিষেক নায়ারের। মাত্র ৮ মাস জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন এই প্রাক্তন কেকেআর সদস্য।‌ তবে শুধুমাত্র দলের খারপ পারফর্মেন্স নয় বরং গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য জাতীয় দলের দায়িত্ব থেকে অভিষেককে (Abhishek Nayar) সরিয়ে দেওয়া হলো বলে খবর সামনে এসেছে।‌

অন্দরমহলের খবর ফাঁস করতেন অভিষেক-

পারফর্মেন্স নয় অন্দরমহলের খবর ফাঁসের জন্য ছাঁটাই অভিষেক নায়ার, বড় খোলাশা !! 3
Abhishek Nayar and Gautam Gambhir | Image: Getty Images

বর্ডার গাভাস্কার ট্রফির সময় একবার গৌতম গম্ভীর ড্রেসিং রুমে ক্রিকেটারদের প্রচন্ড বকাবকি করেছিলেন। সূত্র অনুযায়ী এই খবর অভিষেক নায়ার (Abhishek Nayar) সংবাদমাধ্যমের সামনে ফাঁস করে দেন। কিন্তু বোর্ডের রিভিউ মিটিংয়ে গিয়ে ভারতীয় দলের প্রধান কোচ বলেছিলেন যে সরফরাজ খান (Sarfaraz Khan) দলের ভিতরের খবর ফাঁস করে দিচ্ছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের একাধিক তথ্যও সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়।‌ ক্রিকেটারদের ওপর কড়া নিষেধাজ্ঞার খবরটিও নাকি সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন অভিষেক (Abhishek Nayar)। ফলে বিষয়টি বিসিসিআই (BCCI) একেবারেই ভালো চোখে দেখিনি। তবে কোন কারণে ছাঁটাই করা হয়েছে তাকে তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো সাফাই এখনও সামনে আসেনি।

Read Also: আইনি জটিলতায় ট্র্যাভিস হেড, মানহানির মামলা দায়ের করলো বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *