KKR ভক্তদের জন্য সুখবর, দলের সহকারী কোচ হিসেবে এন্ট্রি নিচ্ছেন অভিষেক নায়ার !! 1

KKR: মাত্র এক মাস আগেই দুবাইয়ের মাটিতে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল ভারতীয় দল। আর মাত্র এক মাসের মধ্যেই কোচিং স্টাফ ওলট পালট করে দিতে চলেছে বিসিসিআই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর, জাতীয় দলে প্রধান কোচ হয়েছিলেন গৌতম গাম্ভীর (Gautam Gambhir)। আর গাম্ভীরকেই তার পছন্দের সাপোর্টিং স্টাফ বেছে নেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। এই পরিস্থিতিতে গৌতম গম্ভীর, অভিষেক নায়ার, রায়ান টেন ডেসকোটে এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেশার মর্নি মরকেলকে সহকর্মী বেছে নেন গম্ভীর। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড অভিষেক নায়ারের সাথে চুক্তি ভাঙতে চলেছে। গাম্ভীরের সাপোর্ট স্টাফের দল থেকে সরানো হচ্ছে সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপকে।

অভিষেক নায়ারকে ছাঁটাই করবে বিসিসিআই

gambhir-assistant-abhishek-nayar-fired
Team India coaches | Image: Getty Images

জানা গিয়েছে ২০২৪-২৫ সালের বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন ড্রেসিংরুমের ভিতরের আলোচনা সংবাদমাধ্যমের সামনে উঠে এসেছিল। তাতে অভিষেক নায়ারের নাম সামনে উঠে এসেছিল। যার পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড় ও কোচদের উপর বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। যার জেরেই হয়তো অভিষেক ও দিলীপকে ছাঁটাই করতে চলেছে বিসিসিআই। যদিও এখনও পর্যন্ত এই খবরের কোন অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেনি বিসিসিআই। তবে অভিষেক নায়ারকে নিয়ে সমাজ মাধ্যমে বেশ জল ঘোলা শুরু হয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স দলের ভক্তরা KKR দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারকে আবার তাদের দলে ফিরিয়ে আনতে চাইছে।

READ MORE: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন হার্দিক পান্ডিয়া, বাকি IPL খেলা নিয়ে সংশয় !!

KKR দলে ফিরেছেন অভিষেক

Abhishek Nayar, kkr
Abhishek Nayar | Image: Twitter

কলকাতা নাইট রাইডার্স দলের টিম ম‌্যানেজমেন্টের কাছে অভিষেক নায়ারের মূল‌্য অপরিসীম। দীর্ঘদিন ধরে ফ্রাঞ্চাইজির গুরুদায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের নিয়ে দিনের পর দিন কাজ করেছেন তিনি। শুভমান গিল, রিঙ্কু সিং প্রমুখো খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন অভিষেক। নাইট রাইডার্স দলে থাকাকালীন দলের স্কাউটিং টিমেরও অংশ ছিলেন তিনি, পাশাপাশি মুম্বাইতে কেকেআরের ক্যাম্প তিনিই চালাতেন। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হয়েছিলেন গৌতম গাম্ভীর। আর, নাইট দলের সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। দুজনের যুগলবন্দিতে যেন জয়ের নেশা লেগেছিল নাইট রাইডার্স এর খেলোয়াড়দের মধ্যে। তবে এই মৌসুমে গম্ভীর ও অভিষেক চলে যেতেই কলকাতা নাইট রাইডার্স এর পারফরম্যান্স খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। সে কারণেই বিশ্বস্ত মুখকে আবার ডাগ আউটে ফেরানোর চেষ্টা করতে পারে নাইটরা।

Read Also: চলতি আইপিএলে বড় খোলাসা, ওয়ানখেড়ে স্টেডিয়ামে এই কারণে ব্যান KKR মালিক শাহরুখ খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *