abhishek-nayar-joins-upw-as-head-coach

দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের পদে ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। মুম্বইয়ের প্রাক্তনী নাইটদের অ্যাকাডেমির দায়িত্ব’ও সামলেছেন বেশ কয়েক বছর। তাঁর কাছে অনুশীলন করেই তারকা হয়ে উঠেছেন রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশীদের মত ক্রিকেটার। গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর অভিষেককে ডেকে নেন সহকারী হিসেবে। টিম ইন্ডিয়াতে অবশ্য মাস আটেকের বেশী টেকেন নি তিনি। অস্ট্রেলিয়া সফরের ১-৩ পরাজয়ের পর তাঁকে বরখাস্ত করে বিসিসিআই। ড্রেসিংরুমের তথ্য ফাঁসের ঘটনাতে নাম জড়িয়েছিলো অভিষেকের (Abhishek Nayar)। যদিও নাইট রাইডার্সে নিজের পদ ফিরে পেতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় নি তাঁকে। আইপিএলের মাঝপথে যোগ দেন বেগুনি-সোনালী শিবিরে। যদিও সাফল্য এনে দিতে পারেন নি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। সাত নম্বরে শেষ করে তারা।

Read More: আর্শদীপ-নীতিশ-পান্থের পর ভারতীয় দলের জন্য বড়ো ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন এই দুই তারকা !!

ইউ পি ওয়ারিয়র্সের কোচ হচ্ছেন অভিষেক-

Abhishek Nayar | Image: Twitter
Abhishek Nayar | Image: Twitter

নাইট রাইডার্সের বেগুনি-সোনালী জার্সি গায়ে বেশ কয়েক মরসুম কাটিয়ে ফেলেছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। এবার তাঁকে দেখা যাবে উইমেন্স প্রিমিয়ার লীগের বেগুনি-সোনালী জার্সিধারী ইউ পি ওয়ারিয়র্জের (UP Warrioz) ডাগ-আউটে। তাঁকে হেড কোচের দায়িত্ব দিয়েছে কেপ্রি স্পোর্টস সংস্থার অধীনস্থ ফ্র্যাঞ্চাইজি। আজ অভিষেকের হাতে ওয়ারিয়র্জের জার্সি তুলে দেন কমেডিয়ান জাকির খান। ২০২৩ উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) এলিমিনেটরে পৌঁছেছিলো ইউ পি। তারপর গত দুই মরসুম ধরে লাগাতার ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। ২০২৪-এ তারা শেষ করেছিলো চতুর্থ স্থানে। আর ২০২৫-এ এক ধাপ নেমে তাদের থামতে হয়েছিলো পঞ্চম স্থানে। ৮টি লীগ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছিলো ওয়ারিয়র্জ’রা। অভিষেকের হাত ধরে সেই ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করতে চায় তারা।

ওয়ারিয়র্জ শিবিরে সাথে এটি অভিষেকের (Abhishek Nayar) দ্বিতীয় ইনিংস। ২০২৩-এ তাদের অফ-সিজন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রাক্তন বাম হাতি ব্যাটার। এবার অবশ্য হেড-কোচ হিসেবে অনেক বড় দায়িত্ব সামলাতে হবে তাঁকে। নভেম্বর বা ডিসেম্বরে বসতে পারে নিলামের আসর। সঠিক খেলোয়াড় বেছে নিয়ে স্কোয়াডের ফাঁকফোকর পূরণ করতে হবে অভিষেককে। নয়া দায়িত্ব পেয়ে খুশি তিনি। সাক্ষাৎকারে জানিয়েছেন, “ইউ পি ওয়ারিয়র্জের সাথে আগে কাজের অভিজ্ঞতা বেশ ভালো আর আমি এই নতুন ভূমিকাটি পেয়ে উচ্ছ্বসিত। ডব্লুপিএল মহিলাদের ক্রিকেটের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। ম্যানেজমেন্টকে সাথে নিয়ে চতুর্থ মরসুমের জন্য একটি দুর্দান্ত দল বানাতে মুখিয়ে রয়েছি। আমাদের ভিত বেশ শক্তিশালী। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা বিশেষ কিছু তৈরি করতে পারি।”

নাইট রাইডার্সে দেখা যাবে অভিষেক’কে ?

Abhishek Nayar and Chandrakant Pandit | Image: Twitter
Abhishek Nayar and Chandrakant Pandit | Image: Twitter

২০২৫-এর আইপিএলের পর মুম্বই টি-২০ লীগে মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের মেন্টর নিযুক্ত হয়েছিলেন তিনি। উইমেন্স প্রিমিয়ার লীগে ইউ পি ওয়ারিয়র্জের দায়িত্ব নেওয়ার পরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত থাকা আদৌ সম্ভব হবে অভিষেক নায়ারের (Abhishek Nayar) পক্ষে? উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। ডব্লুপিএল ও আইপিএলের নিলাম আয়োজিত হবে অল্প কিছু দিনের ব্যবধানে। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ অবধি চলবে মেয়েদের টুর্নামেন্ট। তার দুই-আড়াই সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ২০২৬-এর আইপিএল। এত দ্রুত দুই লীগের মধ্যে ব্যালান্স তিনি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ক্রিকেটমহলে। অনেকেই মনে করছেন ইউ পি’র হেড কোচের দায়িত্ব পাওয়ার পর হয়ত নাইট রাইডার্সে সহকারী কোচের চাকরি ছেড়ে দিতে চলেছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)।

Also Read: TOP 5: পন্থ’ই প্রথম নন, যন্ত্রণার তোয়াক্কা না করেই মাঠে নেমেছেন এই পাঁচ ক্রিকেটার’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *