চলতি মৌসুমে ব্যাকফুটে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলার পর তিনটি জয় নিয়ে নাইট রাইডার্স আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে। বিগত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কোনো দাপট যেন এবারের আইপিএলে দেখতেই পাওয়া যাচ্ছে না। নতুন ক্যাপ্টেন, নতুন মেন্টর নিয়েও নজর কারতে ব্যার্থ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার, আইপিএল ২০২৫’এর মঞ্চে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তারকা কোচের। দীর্ঘদিন ধরে কলকাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার পর নাইট শিবিরে যোগদান করতে চলেছেন তিনি।
নাইট শিবিরে ফিরলেন তারকা কোচ

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। সদ্য, ভারতীয় ক্রিকেটে বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্মকর্তারা। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের অবসানের পর ভারতীয় ক্রিকেটের প্রধান কোচ হয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং তার সহকারী কোচ হিসাবে জায়গা পেয়েছিলেন অভিষেক নায়ার। গম্ভীরের অনুমোদনে জাতীয় দলের সহকারী কোচ হয়েছিলেন অভিষেক, তবে বিসিসিআই হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটের দুই কোচকে ছাটাই করেছে। জাতীয় দলের কোচিং সেট আপ থেকে বাদ পড়ার পর এবার আইপিএলে ফিরলেন অভিষেক। জানা গিয়েছে, শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের অনুশীলনেও থাকতে পারেন তিনি।
Read More: IPL 2025: লখনউয়ের বিরুদ্ধে দল থেকে বাদ সঞ্জু স্যামসন, জুনিয়র ‘বিরাট’ করবেন অধিনায়কত্ব !!
অভিষেক নায়ারের দলে ফেরার কথা জানিয়েছে কেকেআর। সমাজমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নায়ারের ছবি দিয়ে তারা লিখেছে, ‘ঘরে স্বাগত।’ বৃহস্পতিবার ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অভিষেক নায়ারকে। তবে ভারতীয় দল ছাড়ার ৪৮ ঘন্টার মধ্যে নতুন দায়িত্ব পেয়ে গেলেন অভিষেক নায়ার। ২০১৮ সালে প্রথম কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন অভিষেক, প্রথমে তিনি ছিলেন দলের মেন্টর। পরে বয়স ওঠেন দলের সহকারী কোচ। নাইট দলে তরুণ ভারতীয় খেলোয়াড়রা অভিষেকের হাতেই তৈরি। তিনিই নাইট দলে ভারতীয় তরুণ খেলোয়াড়দের খুঁজে বার করতেন। শুভমান গিল, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, রমনদীপ সিংদের মতন খেলোয়াড়রা অভিষেকের সঙ্গে কাজ করেছেন।
ভারতীয় দল থেকে ছাঁটাই হলেন অভিষেক

গত আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হয়েছিলেন গৌতম গম্ভীর। গম্ভীর নায়ারের জুটি কলকাতার তৃতীয় ট্রফি জয়ে মস্ত বড় ভূমিকা নিয়েছিলেন। জাতীয় দলে সহকারী কোচ হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও নায়ারের উপর আর ভরসা দেখায়নি বোর্ড। জানা গেছে, অভিষেক নায়ারকে আর জাতীয় দলের সহকারী কোচ রাখা হচ্ছে না। ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের ব্যাটিং কোচ হয়েছিলেন সীতাংশু কোটক। এবার থেকে তিনিই ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে অভিষেক ভারতীয় দল ছেড়ে কলকাতা দলে ফিরতে এখন দেখার তিনি ফেরায় কেকেআরের ব্যাটারেরা ফর্মে ফিরতে পারেন কি না।