ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলির পরিকাঠামোর গত কয়েক বছরে বিপুল পরিবর্তন হয়েছে। এই টুর্নামেন্টগুলি থেকে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে উঠে আসেন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্স করে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসতে চান ক্রিকেটাররা। ফলে আসন্ন দলীপ ট্রফি (Duleep Trophy 2025) নিয়ে ক্রিকেট মহলে উন্মাদনা তৈরি হয়েছে। এই টুর্নামেন্টে ইস্ট জোনের হয়ে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ঈশান কিষাণের (Ishan Kishan)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তিনি চোটের মুখে পড়েছেন। এবার তার বদলে অভিজ্ঞ এই তারকাকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
Read More: সঞ্জু স্যামসন’কে পেতে মরিয়া নাইট রাইডার্স, রাজস্থান’কে বিপুল অর্থের প্রস্তাব শাহরুখদের !!
চোটের কবলে ঈশান কিষাণ-

জাতীয় দলে কামব্যাক করার জন্য সাম্প্রতিক সময় লড়াই চালাচ্ছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ফলে দলীপ ট্রফিতে (Duleep Trophy) অধিনায়ক হিসাবের সুযোগ পাওয়ার পর তিনি নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করছিলেন। কিন্তু চোট সমস্যার কারণে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ছিটকে গেছেন। বাকি টুর্নামেন্টে এই তারকা অংশগ্রহণ করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তিনি হাতে চোট পেয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।
তার একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানায়, “ই-বাইক থেকে পড়ে যাওয়ার পর ঈশান কিষাণের (Ishan Kishan) হাতে কয়েকটি সেলাই পড়েছে। তিনি বর্তমানে বেঙ্গালুরুর সেন্টর অফ এক্সিলেন্সে চিকিৎসাধীন রয়েছেন। চোট গুরুতর না হলেও সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ‘এ’ দলে ম্যাচের আগে ঈশান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যায়।” উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬০ ম্যাচে ৩৬১১ রান সংগ্রহ করেছেন।
নেতৃত্বের দায়িত্বে বাংলার তারকা-

ঈশান কিষাণের (Ishan Kishan) চোটের কারণে আসন্ন দলীপ ট্রফি (Duleep Trophy) থেকে ছিটকে যাওয়ার পর ইস্ট জোনের নতুন অধিনায়ক হিসাবে বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমুন্য ইশ্বরনকে (Abhimanyu Easwaran) বেছে নেওয়া হয়েছে। তিনি সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের অংশ ছিলেন। তবে একটিও ম্যাচে একাদশে সুযোগ পাননি। এই অভিজ্ঞ তারকা এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৩ ম্যাচে সংগ্রহ করেছেন ৭৮৪১ রান।
ইস্ট জোনের হয়ে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন তরুণ তারকা রিয়ান পরাগ (Riyan Parag)। অন্যদিকে দলীপ ট্রফির শুরুর আগেই এই দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন আকাশ দীপ (Akash Deep)। তিনি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু বর্তমানে তার পিঠের চোট সমস্যা এখনও ঠিক হয়নি। এই তারকা পেসারের পরিবর্তে দলে এসেছেন বিহারের মুখতার হুসেন। এছাড়াও দলীপ ট্রফি দিয়েই আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।