৬,৪,৪,৪,৪,৪.. ধারাবাহিকভাবে বঞ্চিত অভিমন্যু ইশ্বরন দলীপ ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে দিলেন যোগ্য জবাব !! 1

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ভারতীয় দল সম্প্রতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ড্র করতে সক্ষম হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) পর শুভমান গিল (Shubman Gill) অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়ে প্রশংসিত অবদান রাখেন। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন কেএল রাহুল (KL Rahul), ঋষভ পান্থের (Rishabh Pant) মতো তারকার‌ও। তবে এই সিরিজে সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ তারকা ধারাবাহিকভাবে ব্যর্থ হন। কিন্তু তাও অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran) মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে একাদশে সুযোগ দেওয়া হয়নি। আজ তার দলীপ ট্রফিতে করা একটি বিধ্বংসী ইনিংস এখানে তুলে ধরা হলো।

Read More: TOP 5: বোন’কে বিয়ে করেছেন এই পাঁচ ক্রিকেটার, আফ্রিদি থেকে মুস্তাফিজুর-তালিকায় একঝাঁক তারকা !!

বঞ্চিত অভিমন্যু ইশ্বরন-

৬,৪,৪,৪,৪,৪.. ধারাবাহিকভাবে বঞ্চিত অভিমন্যু ইশ্বরন দলীপ ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে দিলেন যোগ্য জবাব !! 2
Abhimanyu Easwaran | Images: Getty Images

অভিমুন্য ইশ্বরন (Abhimanyu Easwaran) ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে দীর্ঘদিন ধরে নিজেকে প্রমাণ করেছেন। এখনও পর্যন্ত এই অভিজ্ঞ ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৩ ম্যাচে সংগ্রহ করেছেন ৭৮৪১ রান। তিনি ভারতীয় ‘এ’ দলের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে থাকেন। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অভিমন্যু ইশ্বরন দুরন্ত ছন্দে ছিলেন। তিনি ২ ম্যাচে ১৬৭ রান তুলে নেন।

কিন্তু এরপরেও এই অভিজ্ঞ ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে অভিষেক করতে পারেননি। বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ৫ ম্যাচেই তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছিল। ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন করুন নায়ার (Karun Nair) এবং সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তারকা ব্যাটসম্যান‌। তাও অভিমন্যুকে নিয়ে ভাবনাচিন্তা করেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই সিদ্ধান্ত ক্রিকেট মহলে অনেক ক্ষেত্রেই সমালোচনার মুখে পড়েছিল।

অভিমন্যুর বিধ্বংসী ব্যাটিং-

৬,৪,৪,৪,৪,৪.. ধারাবাহিকভাবে বঞ্চিত অভিমন্যু ইশ্বরন দলীপ ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে দিলেন যোগ্য জবাব !! 3
Abhimanyu Easwaran | Images: Getty Images

অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran) ২০২৪ সালের দলীপ ট্রফিতে ইন্ডিয়া ‘বি’ দলের নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন। এই টুর্নামেন্টে ইন্ডিয়া ‘সি’ দলের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে জ্বলে উঠেছিলে এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি এই ম্যাচের প্রথম ইনিংসে ধৈর্য এবং ব্যাটিং দক্ষতার সঙ্গে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। ফলে বিপক্ষ দলের রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad), রজত পাটিদার (Rajat Patidar), ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তারকা চাপের মুখে পড়ে গিয়েছিলেন।

অভিমন্যু (Abhimanyu Easwaran) ২৮৬ বলে অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এসেছিল ১৪ টি চার এবং ১ টি ছয়। এর ফলে সরফরাজ খান (Sarfaraz Khan) ১৬ রানে এবং রিঙ্কু সিং (Rinku Singh) ৬ রানে আউট হয়ে গেলেও ইন্ডিয়া ‘বি’ দল প্রথম ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করেছিল। উল্লেখ্য এই ম্যাচের প্রথম ইনিংসে ইন্ডিয়া ‘সি’ দলের হয়ে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়ে যায়।

Read Also: রোহিতের পর এই তারকাই দেবেন ODI দলের নেতৃত্ব, BCCI’এর সিদ্ধান্ত এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *