তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ কেএল রাহুল, এই অভিজ্ঞ তারকা নিচ্ছেন এন্ট্রি !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন ঘটেছে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি লাল‌ বলের সিরিজে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। এই সিরিজের প্রথম ম্যাচেই ব্লু ব্রিগেডরা হারের সম্মুখীন হয়। ফলে গৌতম গম্ভীর (Gautam Gambhir) দ্বিতীয় টেস্টে নতুন করে দল সাজিয়েছেন। তবে ওপেনিং করতে নেমে কেএল রাহুল (KL Rahul) আবারও ব্যাটিং অর্ডারকে বিপদের মুখে ফেলে দেন। ফলে সূত্র অনুযায়ী ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের ভারতীয় একাদশে জায়গা পাবেন না এই তারকা।

Read More: আইপিএলের আগেই দল বদলালেন বিরাট কোহলি, দিল্লির হয়ে মাঠে তুলবেন ঝড় !!

হতাশ করলেন রাহুল-

তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ কেএল রাহুল, এই অভিজ্ঞ তারকা নিচ্ছেন এন্ট্রি !! 2
KL Rahul | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) কেএল রাহুল (KL Rahul) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি নতুন দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। টুর্নামেন্টে ১৩ ম্যাচে ১টি শতরানের সঙ্গে তার ব্যাট থেকে আসে মোট ৫৩৯ রান। এরপর ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল। হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৭৮ বলে ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে ১৪৭ বলে ১৩৭ রান এসেছিল।

ফলে মনে করা হচ্ছিল কেএল রাহুল (KL Rahul) ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের (IND vs ENG) ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠবেন। কিন্তু এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সম্পূর্ণ ব‌্যর্থ হন এই তারকা। মাত্র ২ রান করে আউট হন রাহুল (KL Rahul)। এরপরই এই তারকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র অনুযায়ী তৃতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে রাহুলের বদলে ওপেনিং করতে আসবেন অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran)। বেশ কিছু সিরিজে তিনি ভারতীয় ‘এ’ দলের হয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাট থেকে ১০৩ ম্যাচে এসেছে ৭৮৪১ রান। ফলে এইরকম অভিজ্ঞ ব্যাটসম্যান ভারতীয় একাদশে জায়গা পেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

চাপ বাড়াচ্ছে ভারত-

তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ কেএল রাহুল, এই অভিজ্ঞ তারকা নিচ্ছেন এন্ট্রি !! 3
IND vs ENG | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেটে হারের সম্মুখীন হয় ভারতীয় দল (IND vs ENG)। এর ফলে শুভমান গিল (Shubman Gill) একাদশে একাধিক পরিবর্তন করে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হ‌ওয়ার‌ পর বাদ পড়েছেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শার্দুল ঠাকুর (Shardul Thakur)। বিশ্রাম দেওয়া হয়েছে তারকা পেসার জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah)। বদলে ভারতীয় একাদশে জায়গা করে নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং আকাশ দীপ (Akash Deep)।

অন্যদিকে ম্যাচে ভারতীয় দলের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে কেএল রাহুল (KL Rahul) ব্যর্থ হলেও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ব্যাট হাতে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই তরুণ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৮৭ রান। এরপর ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছেন শুভমান গিল (Shubman Gill)। ইতিমধ্যেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে ডবল সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন তিনি। এছাড়াও জাদেজার (Ravindra Jadeja) ব্যাট থেকে আসে ৮৯ রান করে দলকে ভরসা দিয়েছেন।

Read Also: মাসে ৪ লাখ খোরপোশেও খুশি নন হাসিন জাহান, শামিকে নিয়ে কটাক্ষ — ‘এই টাকাতে কিচ্ছু হয়না!’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *