ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে লর্ডসের মাঠে আরও এক ইতিহাস রচনা করার জন্য প্রস্তুত হচ্ছে। নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) দলের মধ্যে নতুন বাতাস এনে দিয়েছেন। ব্যাট হাতেও তিনি রয়েছেন বিধ্বংসী ফর্মে। সঙ্গে দ্বিতীয় ম্যাচে ১০ উইকেট সংগ্রহ করে আকাশ দীপ (Akash Deep) ম্যাচের অন্যতম নায়ক হয়ে উঠেছিলেন। অন্যদিকে তৃতীয় টেস্ট ম্যাচে লর্ডসে বিশ্রাম কাটিয়ে আবারও মাঠে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর সূত্র অনুযায়ী করুন নায়ার (Karun Nair? একাদশে সুযোগ পাবেন না। তার বদলে এমন একজন ব্যাটসম্যান একাদশে আসতে চলেছেন যিনি রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিজের আদর্শ মনে করেন।
Read More: KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !!
বাদ পড়তে চলেছেন করুন নায়ার-

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকার পর আবারও ভারতীয় দলে কামব্যাক করেছেন করুন নায়ার (Karun Nair)। দীর্ঘ ৮ বছর পর এই তারকা ব্যাটসম্যান জাতীয় দলে জায়গা পেলেও ধারাবাহিকতা দেখাতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে দুটি টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছিলেন করুন নায়ার (Karun Nair)। কিন্তু এই তারকা ব্যাটসম্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে ভারতীয় ব্যাটিং অর্ডারকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছিলেন। হেডিংলেতে ভারতীয় ব্যাটিং অর্ডারে ৬ নম্বরে মাঠে নেমেছিলেন তিনি।
প্রথম ম্যাচের প্রথম ইনিংসে করুন নায়ার (Karun Nair) শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময় মাত্র ২০ রান সংগ্রহ করেন এই তারকা। এরপর এজবাস্টনে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও ব্যাট হাতে সম্পূর্ণ হতাশ করেছেন তিনি। এই ম্যাচে করুন নায়ারকে ব্যাটিং অর্ডারে তৃতীয় নম্বর স্থানে সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম ইনিংসে ৩১ এবং দ্বিতীয় ইনিংসে ২৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই ব্যাটসম্যান। ফলে সূত্র অনুযায়ী এবার লর্ডসে ভারতীয় একাদশ থেকে করুন নায়ার (Karun Nair) বাদ পড়তে চলেছেন।
একাদশে আসছেন অভিমন্যু ইশ্বরন-

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের (IND vs ENG) ব্যাটিং অর্ডারের তৃতীয় স্থানের জন্য এবার অভিমন্যু ইশ্বরনকে (Abhimanyu Easwaran) বেছে নিতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই অভিজ্ঞ ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পেলেও দেশের হয়ে এখনও অভিষেক করেননি। সম্প্রতি তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে এই ব্যাটসম্যান ভারতীয় একাদশে জায়গা পেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran) ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিজের জীবনের আদর্শ মনে করেন। এখনও পর্যন্ত অভিমন্যু ১০৩ টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৮.৭ গড়ে ৭৯৪১ রান সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে ২৭ টি শতরান এবং ২৯ টি অর্ধশতরান।
ভারতের সম্ভাব্য একাদশ-
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ