"ইচ্ছা করেই বাদ দিয়েছে..." ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ অভিমন্যু, নিলেন গম্ভীরের ক্লাস !! 1

বাংলার তারকা ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) অনেকবার ভারতীয় দলের সঙ্গে সফরে গেলেও এখনও পর্যন্ত অভিষেকের সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে লাগাতার একেরপর এক রুদ্ধশ্বাস পারফরম্যান্স দেখিয়ে এসেছেন অভিমন্যু। দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দেখিয়ে এসেছেন অভিমন্যু। তবুও বারবার বেঞ্চে বসে থাকতে হচ্ছে তাকে। তাঁর মতন প্রতিভাবান ক্রিকেটারকে এভাবে বেঞ্চে বসিয়ে রাখাটা শোভা পায়না টিম ম্যানেজমেন্টের (Team management)। ২০২২-২৩ সালের বাংলাদেশ সফর (Bangladesh tour) থেকে একাধিকবার অভিমন্যু ভারতীয় দলের সঙ্গে সফরের সঙ্গী ছিলেন। তবুও, তাঁকে বেঞ্চে বসিয়ে রাখতো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকি অস্ট্রেলিয়া সফরে যখন একেরপর এক খেলোয়াড় ব্যার্থ হচ্ছিল তখন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) অভিমন্যুকে অপেক্ষা করার কথাও বলেছিলেন। তবুও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে জায়গা হলোনা তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশ্বরণ নিজেই স্বীকার করেছেন, সব চেষ্টা সত্ত্বেও বারবার সুযোগ না পাওয়া সত্যিই কষ্টের।

ভারতের জার্সিতে অভিষেক করেননি অভিমন্যু

অভিমন্যু ঈশ্বরণ
Abhimanyu Easwaran | Image: Getty Images

সম্প্রতি ইংল্যান্ড সফরেও ভারতের ১৫ সদস্যের টেস্ট দলে ছিলেন তিনি। কিন্তু পাঁচ ম্যাচের পুরো সিরিজ জুড়ে একবারও মাঠে নামার সুযোগ পাননি। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) দলের ভারসাম্য বজায় রাখতে অভিমন্যুকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশ্বরণ খোলাখুলি বলেছেন, “হ্যাঁ, মাঝে মাঝে সত্যিই কষ্ট হয়। কঠোর অনুশীলন করার পরেও সর্বোচ্চ চেষ্টার পর দেশের হয়ে স্বপ্ন আধরা থেকে যায়। তখনই মন খারাপ হয়ে যায়। তবুও আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার পাশে আমার পরিবার রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে এবং কোচেরাও রয়েছেন। ওরাই আমাকে স্থির থাকতে সাহায্য করে।

Read More: লক্ষ টাকার ক্ষতি করলেন রোহিত শর্মা, ছক্কা মেরে ভেঙ্গে ফেললেন নিজের ল্যাম্বরগিনির একাংশ !!

রঞ্জি ট্রফিতে মন দিচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ

ind vs aus, team india, gautam gambhir
Abhimanyu Easwaran | Image: Getty Images

তিনি আরও বলেছেন, “আমি এখন রঞ্জি ট্রফি মরশুমের জন্য মুখিয়ে আছি। চেষ্টা করছি ভালো কিছু করে দেখানোর। আরও কঠোর পরিশ্রম করছি নিজের খেলা আরও ভালো করার জন্য।” ২০১৯ সাল থেকে ভারত ‘এ’-র হয়ে নিয়মিত ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের দরজা যেন ঈশ্বরণের জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছে। বয়সও এখন ৩০ ছুঁইছুঁই। বিশেষ করে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul) যেভাবে খেলছেন তাতে অভিমন্যুর জায়গা পাওয়াটা সহজ হবে না।

Read Also: ৬,৬,৬,৬,৬.. পাকিস্তানি তারকার ব্যাটিং’এ ধ্বংস বোলিং আক্রমণ, ৩৯৪ রানের অবিশ্বাস্য ইনিংসে নতুন রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *