IND vs ENG: ক্রিকেটের অন্যতম মহাযজ্ঞ আইপিএলে (IPL 2025) অসংখ্য অভিজ্ঞ তারকা ক্রিকেটার একত্রিত হয়েছিলেন। এই টুর্নামেন্টেই একাধিক তরুণ ক্রিকেটারদের নিজেদের সেরা পারফর্মেন্স উজাড় করে দিতে দেখা গেছে। কিন্তু বর্তমানে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বছরের আইপিএল স্থগিত করে দিয়েছেন বিসিসিআই (BCCI) কর্মকর্তারা। তবে আসন্ন সিরিজ এবং টুর্নামেন্টগুলিকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন তারা। সামনেই ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। এই সিরিজে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় দলে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। রোহিত শর্মার (Rohit Sharma) পর একজন অভিজ্ঞ অধিনায়কও বেছে নিতে চলেছে বিসিসিআই।
Read More: IPL 2025: শেষ বেলায় বাজিমাত করতে নয়া চাল RCB’র, পাটিদারের বদলে নেতৃত্বে জিতেশ শর্মা !!
অধিনায়ক হতে চলেছেন অভিমন্যু ইশ্বরন-

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল মুখ থুবড়ে পড়েছিল। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ব্লু ব্রিগেডরা মাত্র ১ টি ম্যাচে জয়লাভ করে। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারিনি ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা করে দিয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে ভারতীয় ‘এ’ (IND vs ENG) দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৩ টি টেস্ট ম্যাচ অংশগ্রহণ করবে। এই টেস্ট সিরিজ ২৬ মে থেকে ১৯ জুনের মধ্যে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই বিসিসিআই একটি ভারতীয় ‘এ’ দল বাছাই করেছে। সূত্র অনুযায়ী এই দলকে অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran) নেতৃত্ব দেবেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত ১০১ ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটসম্যান ৭৬৭৪ রান সংগ্রহ করেছেন। তিনি ভারতীয় ‘এ’ দলের হয়ে এর আগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বর্তমানে অভিমন্যু (Abhimanyu Easwaran) আইপিএলে কোনো দলের সঙ্গে যুক্ত নন।
দলে ধ্রুব জুরেল ও নীতিশ কুমার রেড্ডি-

সূত্র অনুযায়ী ইংল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলে অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran) সঙ্গে তনুশ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, আকাশ দীপ (Akash Deep), করুণ নায়ার (Karun Nair), ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) মতো ক্রিকেটার সফর করবেন। উল্লেখ্য ধ্রুব জুরেল এবং নীতিশ কুমার রেড্ডি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জাতীয় দলের হয়েও অংশগ্রহণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরে নীতিশ কুমার (Nitish Kumar Reddy) দুরন্ত ফর্মে ছিলেন। তিনি একটি দুর্দান্ত শতরানের সঙ্গে এই সিরিজে ৫ ম্যাচে ২৯৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও এই তারকা অলরাউন্ডার ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অন্যদিকে করুন নায়ার এই বছর আইপিএলে আবার দুরন্ত ব্যাটিং করে পুরোনো ফর্মে ফিরে এসেছেন। এমনকি তিনি সম্প্রতি রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে ৪ টি শতরান করেছেন। ফলে এই ব্যাটসম্যান যদি ভারতীয় ‘এ’ দলের হয়ে ভালো পারফর্মেন্স করেন তাহলে জাতীয় দলেও জায়গা করে নিতে পারেন। এছাড়াও এই দলে ঈশান কিষান (Ishan Kishan), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) মতো তারকা ব্যাটসম্যানরা জায়গা পেতে পারেন।
ইংল্যান্ড সফরে সম্ভাব্য ভারতীয় দল-
অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, দেবদত্ত পাডিক্কল, তনুশ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, আকাশ দীপ, করুন নায়ার, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর