"ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে..", গম্ভীরের দিকে আঙ্গুল তুলে বিস্ফোরক অভিমন্যু ইশ্বরনের বাবা !! 1

জাতীয় দলের জার্সিতে অভিষেক করা ক্রিকেটারদের স্বপ্ন হয়ে থাকে। সাম্প্রতিক সময় আমরা ভারতীয় দলে একাধিক ক্রিকেটারকে অভিষেক করতে দেখেছি। তবে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে ক্রিকেটাররা নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে না পেরে দল থেকে ছিটকে যান। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সাই সুদর্শন (Sai Sudarshan) এবং অনশুল কাম্বোজের (Anshul Kamboj) মতো তরুণ ক্রিকেটার টেস্টে অভিষেক করেছেন। কিন্তু দীর্ঘদিন ভারতীয় দলে সুযোগ পেলেও একবারও দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran)। এবার ছেলের সুযোগ না পাওয়ার জন্য গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দিকে আঙ্গুল তুললেন এই অভিজ্ঞ ব্যাটসম্যানের বাবা।

Read More: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!

সুযোগ পাচ্ছেন না অভিমন্যু-

"ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে..", গম্ভীরের দিকে আঙ্গুল তুলে বিস্ফোরক অভিমন্যু ইশ্বরনের বাবা !! 2
Abhimanyu Easwaran | Images: Getty Images

২০২১ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে ডাক পেয়েছিলেন অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran)। সেই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতীয় দলের স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। তারপর এই অভিজ্ঞ ব্যাটসম্যান ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ভারতীয় দলে সুযোগ পান। তারপর একাধিক টেস্ট সিরিজে ভারতীয় দলের অংশ হয়েছে অভিমন্যু (Abhimanyu Easwaran)। কিন্তু বাংলার এই ক্রিকেটার দেশের হয়ে মাঠে নেমে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি।

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি টেস্ট সিরিজের আগে ভারতীয় ‘এ’ দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ফলে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) না থাকায় জাতীয় দলের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হতে পারেন এই তারকা বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু সাই সুদর্শন (Sai Sudarshan) এবং করুন নায়ারের (Karun Nair) মতো ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেলেও অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran) একটিও ম্যাচে একাদশে জায়গা করে নিতে পারেননি। উল্লেখ্য চলতি ওভাল টেস্টে ঋষভ পান্থের (Rishabh Pant) চোটের পর ভারতীয় একাদশে আবারও করুন নায়ারকে (Karun Nair) ফিরিয়ে আনা হয়েছে।‌

গম্ভীরকে আক্রমণ অভিমন্যুর বাবার-

"ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে..", গম্ভীরের দিকে আঙ্গুল তুলে বিস্ফোরক অভিমন্যু ইশ্বরনের বাবা !! 3
Abhimanyu Easwaran | Images: Getty Images

ধারাবাহিকভাবে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ছেলে হতাশ হয়ে পড়েছেন বলে জানালেন অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran) বাবা রঙ্গনাথন ঈশ্বরণ (Ranganathan Easwaran)। কেন অভিমন্যুর বদলে করুনকে (Karun Nair) দলে নেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞ ক্রিকেটারের বাবা বলেন, “অভিমন্যু তার টেস্ট অভিষেকের জন্য কত দিন অপেক্ষা করছে তার হিসাব আমি রাখছি না। আমি বছর গুনছি। তিন বছর হয়ে গেছে। একজন ক্রিকেটারের কাজ রান করা। সেটা ও করেছে। সবাই বলেছিল অস্ট্রেলিয়া সফরের সময় ভারতীয় ‘এ’ দলের হয়ে রান করতে পারেনি তাই সুযোগ পায়নি। সেটা অবশ্যই ন্যায্য সিদ্ধান্ত ছিল।

কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির আগে অভিমন্যু (Abhimanyu Easwaran) যখন ভালো পারফর্মেন্স করেছিল তখন করুন নায়ার (Karun Nair) দলে ছিলেন না। করুনকে দলিপ ট্রফি বা ইরানি ট্রফির জন্য নির্বাচিত করা হয়নি। গত বছর থেকে এখনও পর্যন্ত বিবেচনা করা হলে অভিমন্যু (Abhimanyu Easwaran) প্রায় ৮৬৪ রান সংগ্রহ করেছেন। তাহলে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কীভাবে তুলনা করছেন আমি বুঝতে পারছি না। করুন নায়ারকেই সুযোগ দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এটাই স্বাভাবিক। কিছু ক্রিকেটার আইপিএলের (IPL 2025) পারফর্মেন্সের ভিত্তিতে টেস্টে সুযোগ পাচ্ছেন। দীর্ঘতম ফরম্যাটের জন্য দল নির্বাচনের সময় আইপিএল পারফর্ম্যান্স বিবেচনা করা উচিত নয়। রঞ্জি ট্রফি দলীপ ট্রফি এবং ইরানি ট্রফির পারফর্মেন্সের ওপর ভিত্তি করেন টেস্ট দল নির্বাচন করা উচিত।”

Read Also: “দো ভাই, দোনো তাবাই…” ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কৃষ্ণ-সিরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *