সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৬’এর নিলাম। নিলামের মঞ্চে সর্বাধিক ২৫.২০ কোটি টাকায় বিক্রি হয়েছেন ক্যামেরন গ্রীন (Cameron Green)। গ্রীন ব্যাতিত মাতিসা পথিরানা পেয়েছেন ১৮ কোটি টাকা। দুজনকেই নাইট রাইডার্স দল তাদের স্কোয়াডে শামিল করেছে। একদিকে দুবাইয়ের মাটিতে নিলামের মেগা মঞ্চ অনুষ্ঠিত হয়েছিল তো অন্যদিকে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপটি দুবাইয়ের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পক্ষ থেকে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নামের বেশ গুঞ্জন শুনতে পাওয়া যায়। যেভাবে তিনি গতবার আইপিএলে ব্যাটিং করেছেন এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন যেটি আবার ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ছিল সবথেকে দ্রুত। তবে, এবার বৈভব নয় বরং তারই এক সতীর্থ খবরের শিরোনামে উঠে এসেছে।
অনবদ্য ডবল হান্ড্রেড হাঁকালেন অভিজ্ঞান কুন্ডু

এশিয়া কাপের এই প্রতিযোগিতায় এক অবিশ্বাস্য ইনিংস খেলে নজর কাড়লেন তরুণ ব্যাটার অভিজ্ঞান কুন্ডু (Abhigyan Kundu)। মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি মাত্র ১২৫ বলে অপরাজিত ২০৯ রান করেন। তার ইনিংসে দেখা গিয়েছে ১৭টি চার ও ৯টি ছক্কা। এই ইনিংস খেলার সময় তার স্ট্রাইক রেট প্রায় ১৬৭। প্রতিটি দিকেই শট খেলে মাঠজুড়ে রান ছড়ান তিনি। ১২১ বল খেলে করে কুণ্ডু পূর্ণ করেন ব্যক্তিগত দ্বিশতরান। এর ফলে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের পুরনো রেকর্ডটি ভেঙে দিলেন তিনি। এই রেকর্ডটি আগে ছিল ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান আম্বাতি রায়ডুর (১৭৭) নামে। টুর্নামেন্টফ শুরুতেই বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে ১৭৫ রানের ইনিংসটি খেলতে দেখা গিয়েছিল। সেই রানের রেকর্ডও ছাড়িয়ে যান তিনি।
Read More: সাঁই বাবা বিচার করলেন, অবশেষে IPL’এ দল পেলেন পৃথ্বী শ !!
তার এই ইনিংস দ্রুততম দ্বিশতরানের ইনিংস, দক্ষিণ আফ্রিকার জোরিখ ভ্যান শালকউইকের ১৪৫ বলে দ্বিশতরানের রেকর্ড টপকান তিনি। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও (২১৫)। মাত্র ১৭ বছর বয়সী কুন্ডু দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বাইয়ের হয়ে খেলে থাকেন। এদিন ম্যাচের কথা বলতে গেলে, ভারত প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৮ রান বানায়। অভিজ্ঞান কুণ্ডুর ২০৯ রানের পাশাপাশি বেদান্ত ত্রিবেদী করেন ৯০। মালয়েশিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মুহাম্মদ আকরাম, নেন ৫ উইকেট। ৪০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মালয়েশিয়া মাত্র ৯৩ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন ৫টি উইকেট শিকার করেন। ৩১৫ রানের বিশাল জয়ের নায়ক হিসেবে ম্যাচের সেরা নির্বাচিত হন অভিজ্ঞান কুন্ডু।