আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই অলরাউন্ডার! 1

বিশেষ প্রতিবেদন: ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। এই রাজ্জাককে পাকিস্তান ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের তকমা দেওয়া যেতে পারে। ৩৭ বছর বয়েসে এসে ক্রিকেটকে আলবিদা জানালেন তিনি। ২০০০ সালের পর থেকে তিনি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন। ব্যাট কিংবা বল হাতে, তিনি ছিলেন সব সময়ই ভয়ঙ্কর ২০১১ সালে শেষ বার দেশের হয়ে একদিনের ম্যাচ খেলেন রাজ্জাক।

Image result for abdul razzaq against india

নিজের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটা খেলোয়াড়কেই একটা সময় অবসর নিতে হয় ঠিক সময় কোনটা সেটা সেই খেলোয়াড়কেই ঠিক করতে হয়। তিন-চার বছর ধরে আমি ক্রিকেটের বাইরে রয়েছি। তাই আমার পক্ষে ফিরে আসাটা বেশ শক্ত কাজ।’ তিনি আরও যোগ করেন, ‘আমি যখন দল থেকে বাদ পড়ি, তখন আমার হাল ছেড়ে দেওয়া উচিত হয়নি। আমি যদি লড়াই চালিয়ে যেতাম তাহলে ঠিক নিজের জায়গা ফিরে পেতাম। তবে ক্রিকেটীয় রাজনীতি নিয়ে আমি হাঁফিয়ে উঠেছিলাম।’

https://www.youtube.com/watch?v=VhMjkyK7v4Y

অবসর নেওয়ার পর এবার পাকিস্তান দলের কোচ হতে চান রাজ্জাক। সেই ইঙ্গিত দিয়েই তিনি দলেন, ‘দলের তরুণ ক্রিকেটারদের একজন কোচ দরকার যে অলরাউন্ডার হওয়ার সব টিপস দিতে পারবে। সিনিয়র খেলোয়াড়দের কোচিংয়ের দরকার পড়ে না। তাদের শুধু সাহায্য ও মোটিভেশনের প্রয়োজন। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে আমি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে সবসময় তৈরি। যদি পিসিবি চায় তাহলে আমি নিজের সার্ভিস দিতে চাই।’

 

Image result for abdul razzaq against india

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *