বাদ গেইল-রায়না, আইপিএলে সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন এবি ডিভিলিয়ার্স !! 1

দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল। এই দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে দাপটের সঙ্গে নিজের জায়গা করে নিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তারপর তিনি হয়ে উঠেছেন এক রূপকথার নায়ক। শুধু প্রোটিয়াদের হয়েই নয় এই তারকা ব্যাটসম্যান আইপিএলের (IPL 2025) মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মতো দলের হয়ে আলাদা পরিচয় তৈরি করেছেন। এই বছর আরসিবি প্রথমবারের মতো ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এবার বিরাট কোহলির (Virat Kohli) এই বন্ধু এবং পুরোনো সতীর্থ আইপিএলের (IPL 2025) সেরা একাদশ বেছে নিলেন।

Read More: এশিয়া কাপ থেকে বাদ পড়লেন জসপ্রীত বুমরাহ, সামনে এলো বিস্ফোরক তথ্য !!

ব্যাটিং অর্ডারের শক্তি রোহিত-বিরাট-

বাদ গেইল-রায়না, আইপিএলে সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন এবি ডিভিলিয়ার্স !! 2
Rohit Sharma and Virat Kohli | Images: Getty Images

আইপিএলের মতো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই টুর্নামেন্টে বিশ্বের প্রায় প্রতিটি তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) বাছাই করা ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেরা একাদশে একাধিক ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন। কিন্তু বাদ পড়েছেন ক্রিস গেল (Chris Gayle), সুরেশ রায়না (Suresh Raina), সুনীল নারিনের (Sunil Narine) মতো তারকারা। প্রোটিয়া কিংবদন্তি এই বাছাই করা তালিকায় ওপেনার হিসেবে জায়গা দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং ম্যাথু হেইডেনকে (Matthew Hayden)।

দুইজনেই ওপেনার হিসেবে আইপিএলের (IPL) মঞ্চে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এরপর এবি ডিভিলিয়ার্স বিরাট কোহলি (Virat Kohli) এবং সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দিয়ে ব্যাটিং অর্ডার সাজিয়েছেন। পঞ্চম স্থানে নিজেকেই রেখেছেন তিনি। এছাড়াও অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) বেছে নিয়েছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে ধোনিকেই যোগ্য মনে করেছেন তিনি।

বোলিং আক্রমণের নেতৃত্বে জসপ্রীত-

বাদ গেইল-রায়না, আইপিএলে সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন এবি ডিভিলিয়ার্স !! 3
Jasprit Bumrah | Images: Getty Images

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আইপিএলের (IPL) মঞ্চ থেকে নিজের পরিচয় তৈরি করে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে‌ও অন্যতম সেরা পেসার হয়ে উঠেছেন‌। ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বকালের সেরা একাদশের বোলিং আক্রমণের প্রথমে এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) এই তারকা পেসারকে বেছে নিয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। স্পিনার হিসাবে আছেন যুজবেন্দ্র চাহাল এবং ড্যানিয়েল ভেট্টোরি।

অন্যদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) ফাইনালে গতকাল দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে শোয়েব মালিকের (Shoaib Malik) দল প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ৬০ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। ফলে প্রটিয়ারা এই টুর্নামেন্টে ৯ উইকেটে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়।

এবি ডিভিলিয়ার্সের IPL’এর সেরা একাদশ-

রোহিত শর্মা, ম্যাথু হেইডেন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার, অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, যুজবেন্দ্র চাহাল, ড্যানিয়েল ভেট্টোরি

Read Also: IND vs ENG 5th Test: শেষ বলে উইকেট সিরাজের, জমজমাট ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে ওভাল টেস্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *