৪,৪,৪,৪… ব্যাট হাতে বাবা বিরু'র ছায়া, দুর্দান্ত ডেবিউ আর্যবীর সেহবাগের !! 2

ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে ‘সেহবাগ’ নামটা মানেই এক ভিন্ন আবেগ। নবাব অফ নজবগর ও সুলতান অফ মুলতান খ্যাত বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) একসময়ে ছিলেন বোলারদের ত্রাস। প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকানোর ক্ষমতা রাখতেন বিরু। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনলেন বীরেন্দ্র সেহবাগরের বড় ছেলে আর্যবীর সেহবাগ (Aaryavir Sehwag)। দিল্লি প্রিমিয়ার লিগ (DPL) ২০২৫-এ অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক কীর্তিমান রচনা করলেন জুনিয়র সেহবাগ। অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্সের বিপক্ষে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে ওপেনিং করতে নামেন আর্যবীর সেহবাগ। প্রথম ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখালেন বিরু পুত্র।

অভিষেকেই কামাল জুনিয়র সেহবাগের

সেহবাগ
Aaryavir Sehwag | Image: Twitter

প্রায় এক দশক পর অরুণ জেটলি স্টেডিয়ামে আবার প্রতিধ্বনিত হলো ‘সেহবাগের’ নাম। পার্থক্য শুধু এতটুকু, এবার ব্যাট হাতে মাঠে বাবার বদলে ছিলেন বড় ছেলে। ১৬ বলে ২২ রানের একটি ইনিংস খেলেন তিনি যেখানে তাঁর ব্যাট থেকে ৪টি দৃষ্টিনন্দন চার দেখা গিয়েছে। প্রথমে থার্ড ম্যান অঞ্চলে সিঙ্গেল নিয়ে ইনিংস শুরু করেছিলেন আর্যবীর। এরপর, আন্তর্জাতিক ক্রিকেট খেলা নবদীপ সাইনির বিরুদ্ধে একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে সবাইকে চমকে দেন তিনি। একটি বলে ডিপ এক্সট্রা কভারের ওপর দিয়ে, পরের বলে লং-অফ আর এক্সট্রা কভারের ফাঁক দিয়ে টানা দুটি চার মেরে সবার নজর কেড়ে নিয়েছিলেন। এরপর স্পিন দেখেই আগ্রাসী রূপ ধারণ করেন তিনি। তবে অভিষেক ম্যাচে লড়াই করলেও বড় রান বানাতে পারেননি তিনি।

Read More: অশ্বিনের বিদেশ যাত্রার পথে বাধা বিসিসিআই, অবসরের পর চর্চায় তারকা অফস্পিনার !!

ক্যারিয়ার গড়ার পথে পা রাখলেন আর্যবীর

৪,৪,৪,৪… ব্যাট হাতে বাবা বিরু'র ছায়া, দুর্দান্ত ডেবিউ আর্যবীর সেহবাগের !! 3
Aaryavir Sehwag | Image: Twitter

প্রসঙ্গত, মাত্র ১৮ বছর বয়সেই আর্যবীরের (Aaryavir Sehwag) নাম ঘরোয়া ক্রিকেটের আলোচনার পাতায় পাতায়। এর আগে, ভিনু মাংকড় ট্রফিতে অভিষেক ম্যাচে করেছিলেন ৪৯ রান বানিয়েছিলেন তিনি। তারপর কুচবিহার ট্রফিতে পরপর দুই ইনিংসে ঝড়ো ডবল সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। ২৯৭ রানের দুরন্ত একটি ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। তাঁর এই দুর্দান্ত ছন্দের পর স্বাভাবিকভাবেই ডিপিএল নিলামে তাঁকে একজন সম্ভাবনাময় তরুণ তারকা হিসেবে দেখেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। বয়সভিত্তিক টুর্নামেন্টে আধিপত্য বিস্তার থেকে দিল্লি প্রিমিয়ার লিগে চিত্তাকর্ষক অভিষেক পর্যন্ত তার যাত্রা তার ক্যারিয়ারের এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা। আর্যবীর যদি তাঁর এমন ব্যাটিংয়ের ধারা বজায় রাখেন তাহলে লিখব শীঘ্রই ঘরোয়া দল এবং জাতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলবেন।

Read Also: “নিজে থেকেই চলে…” শামির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্বয়ং পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *