"ভারত গো-হারা হারবে...", এশিয়া কাপের আগেই পাকিস্তানি দল নিয়ে আত্মবিশ্বাসী আকিব জাভেদ ! 1

এশিয়া কাপে (Asia Cup 2025) ট্রফি জয় করে পাকিস্তান তাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। ফলে নতুন করে দল সাজিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পিসিবি (PCB)। রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন এশিয়া কাপের মহারণের জন্য দল প্রকাশ করে তারা। তবে এই দলে একাধিক তারকা ক্রিকেটারদের জায়গা দেওয়া হয়নি। তবে ভারতকে হারাতে মরিয়া পাক বাহিনী। পাকিস্তান ক্রিকেটের হাই-পারফরম্যান্সের পরিচালক আকিব জাভেদ (Aaqib Javeb) এবার আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের চিন্তাভাবনা স্পষ্ট করলেন।

Read More: নিজের পছন্দের ক্রিকেটারকে অগ্রাধিকার সূর্যকুমারের, সহ-অধিনায়ক হয়েও সুযোগ পাচ্ছেন না শুভমান !!

এশিয়া কাপে ভারত-পাক-

"ভারত গো-হারা হারবে...", এশিয়া কাপের আগেই পাকিস্তানি দল নিয়ে আত্মবিশ্বাসী আকিব জাভেদ ! 2
IND vs PAK | Images: Getty Images

ভারত এবং পাকিস্তান (IND vs PAK) যতবার আন্তর্জাতিক মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছে ম্যাচের উত্তাপ ক্রিকেটের উন্মাদনাকে বৃদ্ধি করেছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময় রাজনৈতিক উত্তেজনা আবার‌ও বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব স্বাভাবিকভাবে ক্রিকেট মাঠেও পড়েছে। তবে সমস্ত সমস্যা কাটিয়ে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত ও পাক। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) এই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন লক্ষ-লক্ষ ক্রিকেট ভক্ত।

১০ সেপ্টেম্বর এই টুর্নামেন্টে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। ১৪ সেপ্টেম্বর পাক বাহিনীদের (IND vs PAK) বিরুদ্ধে রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) শেষবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন বাহিনী ৬ উইকেটে জয় তুলে নেয়। এবার এশিয়া কাপ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই টুর্নামেন্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকাকে খেলতে দেখা যাবে না।

ভারতকে হারাবে পাকিস্তান-

"ভারত গো-হারা হারবে...", এশিয়া কাপের আগেই পাকিস্তানি দল নিয়ে আত্মবিশ্বাসী আকিব জাভেদ ! 3
IND vs PAK | Images: Getty Images

প্রকাশিত পাকিস্তানের দল অনুযায়ী আসন্ন হাইভোল্টেজ টুর্নামেন্টে সালমান আলী আগাকে (Salman Ali Agha) নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বাবর আজম (Babar Azam) এবং মোহাম্মদ রিজওয়ানের (Mohammed Rizwan) তারকা ক্রিকেটারদের দলে রাখা হয়নি। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। তবে এরপরেও ভারতকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী পিসিবি (PCB) কর্মকর্তারা। টুর্নামেন্ট শুরুর আগেই বার্তা স্পষ্ট করলেন পাকিস্তান ক্রিকেটের হাই-পারফরম্যান্সের পরিচালক আকিব জাভেদ (Aaqib Javeb)।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের প্রকাশিত এই দলের এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড়ো ম্যাচ হিসেবে দেখা হয়। প্রতিটি ক্রিকেটার এটি জানেন। সেই হিসাবে দল প্রস্তুত হচ্ছে।” উল্লেখ্য ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯ টি ম্যাচে ভারত এবং ৩ টি ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

Read Also: বাদ যশস্বী ও গিল, এশিয়া কাপের আগে BCCI’এর সিদ্ধান্ত নিয়ে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *