"ছেলের ব্যবসা দেশের থেকে জরুরি..", IND vs PAK ম্যাচ হওয়ায় জয় শাহকে তোপ দাগলেন আম আদমি পার্টির নেতা !! 1

পাকিস্তান থেকে মাঝেমধ্যেই জঙ্গি অনুপ্রবেশ করে ভারতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এর ফলে সেনাবাহিনীদের সব সময় সজাগ থাকতে হয়। কিন্তু এর মধ্যেই সাম্প্রতিক সময় কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় কেঁপে ওঠে গোটা বিশ্ব। এরপরই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেখা দেয় যুদ্ধ পরিস্থিতি। এর ফলে ব্লু ব্রিগেডদের আর কোনো ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে না বলে মনে করা হচ্ছিল। এর মধ্যেই এবার আজ ভারত-পাক (IND vs PAK) ম্যাচ এশিয়া কাপে মাঠে নামতে চলেছে। এর আগে বিস্ফোরক মন্তব্য করলেন আম আদমি পার্টির জনপ্রিয় নেতা।

Read More: IND vs PAK: পাকিস্তানকে হালকাভাবে নেওয়া উচিত নয়, থাকছে ইতিহাস পুনরাবৃত্তির আশঙ্কা !!

বিতর্কে ভারত-পাক মহারণ-

gambhir-weapons-in-ind-vs-pak-clash
IND vs PAK | Image: Twitter

আজ এশিয়া কাপের (Asia Cup 2025) গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক এবং ক্রিকেট মহল উত্তাল হয়ে আছে। অনেক ক্রিকেট ভক্ত এই ম্যাচ বয়কট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু খবরের চ্যানেল ম্যাচের কোনো আপডেট সম্প্রচার করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই বছর ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন সাধারণ পর্যটকের মৃত্যু ঘটে। এরপরেই পাকিস্তানকে সবকিছু থেকে বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনরা।

ফলে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দল (IND vs PAK) মাঠে নামবে না বলেই জল্পনা তৈরি হয়। এই কারণে এক সময় টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার‌ও সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিসিসিআই (BCCI) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) যৌথ প্রচেষ্টায় আজ দুবাইয়ের মাটিতে ভারত এবং পাকিস্তান‌ মাঠে নামতে চলেছে। ফলে এই ম্যাচ নিয়ে ক্ষোভ বৃদ্ধি পেতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আপ নেতার বিস্ফোরক মন্তব্য-

IND vs PAK
IND vs PAK : Twitter

এই পরিস্থিতির মধ্যে এবার আম আদমি পার্টির জনপ্রিয় নেতা সঞ্জয় আজাদের (Sanjay Azad) বিস্ফোরক মন্তব্য সামনে এলো। তিনি ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ নিয়ে এবার সরাসরি বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন। এই জনপ্রিয় নেতা বলেন, “ক্রিকেটের সঙ্গে ওদের বড়ো নেতার ব্যবসা জুড়ে আছে। দেশের গৃহমন্ত্রীর ছেলের ব্যাবসার সঙ্গে জড়িয়ে আছে ক্রিকেট।পাকিস্তানের বিপক্ষে গোটা দেশ হলেও কিন্তু ক্রিকেট বন্ধ‌ হবে না।”

উল্লেখ্য বর্তমানে আইসিসির (ICC) চেয়ারম্যান হলেন জয় শাহ (Jay Shah)। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Jay Shah) ছেলে। জয় শাহ বিসিসিআইয়ের (BCCI) প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তবে বাবার জন্যেই তিনি এই পর্যায়ে পৌঁছেছেন বললে বহুবার সমালোচিত হয়েছেন। এমনকি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ আয়োজন করার বিষয়ে তিনি মধ্যস্থতা করেছেন বলেও অভিযোগ তুলেছেন অনেকে। ফলে সঞ্জয় আজাদের মন্তব্য নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

Read Also: “এদের খেলার যোগ্যতা নেই…” শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *