ভারতীয় ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি তারকা ক্রিকেটার ও বিপক্ষ দলের দুঃস্বপ্ন ছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ব্যাটিংয়ের পাশাপশি তার অধিনায়কত্ব বিপক্ষ দলকে সবসময় চিন্তায় ফেলে দিতে। ভারতীয় ক্রিকেট দলে ১৬ বছর ধরে খেলার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়েও ৩ বছর সেবা করেছেন সৌরভ। ১৯৭২ সালে আজকের দিনেই কলকাতার বেহালাতে জন্ম হয়েছিল সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদান প্রচুর, ব্যাটসম্যান হিসেবে তিনি যতটা না অবদান রেখেছেন তাঁর থেকে বেশি অবদান রেখেছেন দল গঠনে। তাঁর সময়েই ভারতীয় ক্রিকেট একাধিক সুপারস্টার দের পেয়েছে যারা কিনা ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে একেরপর এক মাইল ফলক অর্জন করতে সক্ষম হয়েছিল।
সৌরভের বাড়িতে ঢুকতে গিয়ে জুটলো ঘাড় ধাক্কা

আজ সৌরভের জন্মদিনের দিন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সৌরভের সাথে দেখা করতে এক বলিউড সুপার স্টার দেখা করতে আসলেও নাকি তাকে সৌরভের সঙ্গে দেখা করতে দেওয়া হয়না। ভারতীয় দলের কিংবদন্তি তারকা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সঙ্গে আসলে দেখা করতে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। সবাই তাঁকে চেনে এবং তাঁর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে। কিন্তু আমিরকে দেখে চিন্তে না পেরে সৌরভের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতে দেননি। ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালে। সৌরভ সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেসময় কলকাতাতেই শুটিংয়ের উদ্দেশ্যে এসেছিলেন আমির খান। আর সেই সুবাদে সৌরভের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন আমির খান। তবে, সৌরভের বাড়ির রক্ষীরা তাকে ঢুকতে দেয়নি।
Read More: ভূতের খপ্পরে সৌরভ গাঙ্গুলী, পুরো বাড়ি জুড়ে অশরীরী আত্মার বাস – ফাঁস হলো বড়ো তথ্য !!
আমির খানের মতন চরিত্রকে সবাই চেনেন। তবে, আমির খানকে সৌরভের বাড়ির রক্ষীরা কেন চিনতে পারলেন না ? আসলে, আমির যখন কলকাতায় ছিলেন তখন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে আমির খানের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। তাই তিনি এক মজার প্ল্যান ফাঁদেন। ছদ্মবেশ নিয়েছিলেন আমির। তাঁর হাতে ছিল একটি ব্যাগ এবং সেটি নিয়েই সৌরভের বাড়িতে সামনে পৌঁছান আমির। তবে, রক্ষীরা তাঁকে চিনতে ব্যার্থ হন এবং বাড়ির প্রবেশদ্বার থেকে তাঁকে ফিরতে হয়েছিল। আমির অবশ্য ‘দাদার’ বাড়িতে ভ্রমণের দৃশ্য শুটিং করছিলেন। গৃহ রক্ষীদের কাছে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করবেন বলে যখন ছদ্মবেশী আমির বলেন তখন তাঁরা আমিরকে জানিয়ে দিয়েছিলেন যে সেসময় দাদা অর্থাৎ সৌরভ বাড়িতে ছিলেন না।
হতাশ হয়েছিলেন ছদ্মবেশী আমির

এরপর আমির খান অবশ্য সেখান থেকে চলে যান। কিন্তু পরে যখন সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) কাছে খবর পৌঁছায় যে আমির খান তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন তিনি নিজেই আমির খানের সাথে যোগাযোগ করেন এবং পুরো পরিবার নিয়েই তাঁর বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। আমির অবশ্য পরে সৌরভের বাড়িতে তাঁর সাথে বিনা ছদ্মবেশেই দেখা করেন। অন্যদিকে, আমিরের এই ছদ্মবেশে সৌরভের বাড়িতে ঢোকার প্রচেষ্টা সমাজ মাধ্যমে বেশ ভাইরাল।