অনুষ্কা-ঋত্বিকা কিছুই নয়, আকাশ চোপড়ার স্ত্রীর সামনে, রূপে গুনে টেক্কা দিলেন হলিউড নায়িকা দের !! 1

Aakash Chopra: ক্রিকেট জগতের তারকারা বেশিরভাগ সময়েই খবরের শিরোনামে থাকেন। বিগত কয়েক বছর ধরে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) খবরের শিরোনামে থাকেন। ভারতীয় দলের এই দুই তারকা শুধু নয় বরং তাদের স্ত্রীরাও খবরের শিরোনামে থাকেন বছর জুড়ে। একদিকে বলিউড অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা তো অন্যদিকে রোহিত শর্মার স্ত্রী ঋত্বিকা সাজদেহ একজন স্পোর্টস ম্যানেজার। ভারতীয় দলের দুই প্রচলিত খেলোয়াড়দের স্ত্রীরা সংবাদ মাধ্যমের শিরোনামে থাকেন প্রায়শই। তবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) বর্তমানে তার সোশ্যাল মিডিয়া পোস্টে খবরের শিরোনামে উঠে এসেছে।

প্রথমত, ভারতীয় দলের এই তারকা তারকা ক্রিকেটার তার ক্রিকেট জীবনের তুলনায় ধারাভাষ্যকার হিসাবে বেশি পরিচিত। আজ সমাজ মাধ্যমে তিনি তার স্ত্রী আক্ষি মাথুরের জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। ১৪ অক্টোবর ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ২০০৯ সালের ২ ডিসেম্বর আক্ষি মাথুরের সাথে বিবাহ হয় আকাশের। অক্ষি প্রথমে সাংবাদিক হিসেবে কাজ করতেন। তিনি পরবর্তীতে উদ্যোক্তা হওয়ার উদ্যোগ নেন এবং ইলেভেন ১১ প্রতিষ্ঠা করেন।

Read More: Aakash Chopra: দু প্লেসি বা ম্যাক্সওয়েল নয়, RCB-র রিটেনশন তালিকায় এই তরুণ তুর্কি’কে দেখছেন আকাশ চোপড়া !!

রুপে গুনে অনুষ্কা-ঋত্বিকা’দের টক্কর দেবেন আকাশের স্ত্রী

Aakash Chopra and Aakshi Mathur
Aakash Chopra and Aakshi Mathur | Image: Twitter

এটি হলো একটি কোম্পানি যেখানে হস্তনির্মিত ফেস ওয়াশ, লিপ বাম, লিপ স্ক্রাব, ফেস স্ক্রাব এবং শাওয়ারের পরে বডি অয়েলের মতো হস্তনির্মিত স্কিনকেয়ার পণ্যগুলির একটি পরিসর সরবরাহ করা হয়। উচ্চ-মানের পণ্যের পাশাপাশি, কোম্পানিটি প্রতিটি গ্রাহকের বাক্সে তুলসীর বীজ দিয়ে মিশ্রিত কাগজ থেকে তৈরি একটি অনন্য ‘থ্যাঙ্ক ইউ কার্ড’ ও অন্তর্ভুক্ত করে। এই পরিবেশ-বান্ধব পদ্ধতিটি বিক্রি হওয়া প্রতিটি পণ্যের সাথে পরিবেশ সংরক্ষণের প্রচারে সাহায্য করে।

ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের স্ত্রী আক্ষি রূপে গুনে বলিউড থেকে শুরু করে হলিউড সুন্দরীদের টেক্কা দেবেন। আকাশ (Aakash Chopra) ও আক্ষিকে বেশিরভাগ সময়ই সমাজ মাধ্যমে সক্রিয় দেখা যায়। এই জুটির দুটি কন্যা সন্তান (আর্না চোপড়া, আর্শিন চোপড়া) রয়েছে। একদিকে আকাশ ক্রিকেটকে আলবিদা ঘোষণা করার পর ধারাভাষ্যকার হিসাবে নিজের পরিচিতি স্থাপন করেছেন তো অন্যদিকে নিজের পরিচিতিও দিন দিন জনসম্মুখে আনছেন আক্ষি।

দেখেনিন কয়েকটি ফটো

অনুষ্কা-ঋত্বিকা কিছুই নয়, আকাশ চোপড়ার স্ত্রীর সামনে, রূপে গুনে টেক্কা দিলেন হলিউড নায়িকা দের !! 2

অনুষ্কা-ঋত্বিকা কিছুই নয়, আকাশ চোপড়ার স্ত্রীর সামনে, রূপে গুনে টেক্কা দিলেন হলিউড নায়িকা দের !! 3

অনুষ্কা-ঋত্বিকা কিছুই নয়, আকাশ চোপড়ার স্ত্রীর সামনে, রূপে গুনে টেক্কা দিলেন হলিউড নায়িকা দের !! 4

অনুষ্কা-ঋত্বিকা কিছুই নয়, আকাশ চোপড়ার স্ত্রীর সামনে, রূপে গুনে টেক্কা দিলেন হলিউড নায়িকা দের !! 5

অনুষ্কা-ঋত্বিকা কিছুই নয়, আকাশ চোপড়ার স্ত্রীর সামনে, রূপে গুনে টেক্কা দিলেন হলিউড নায়িকা দের !! 6

Read Also: নিউজিল্যান্ডকে হারাতে এক হচ্ছে ইন্ডিয়া-পাকিস্তান, সফল হলেই সেমি ফাইনালের টিকিট কনফার্ম ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *