“রাহুল বলে ওর সাথে যা ইচ্ছা তাই করবেন ?..” KL রাহুলকে নিয়ে BCCI এর ছেলে খেলা করায় ক্লাস নিলেন আকাশ চোপড়া !! 1

KL Rahul: চলতি মাসেই চ্যাম্পিয়ন ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তান এবং দুবাইতে। ভারতীয় দল আগামীকাল থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে। এই সিরিজটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় দল চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই গুরুত্বপূর্ণ সিরিজ নিজেদের নামে করতে। তবে ভারতীয় দলে সেরা একাদশ কি হতে চলেছে সে নিয়ে প্রশ্ন উঠেছে সমাজ মাধ্যমে। প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত প্রকাশ করেছেন এই বিষয়ে। এবার ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান আকাশ চোপড়া (Akash Chopra) ভারতীয় দল নিয়ে বড় মন্তব্য করে বসেছেন। ভারতের তারকা ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে কেএল রাহুলের (KL Rahul) সুযোগ পাওয়া উচিত।

রাহুলকে একাদশে দেখতে চান আকাশ চোপড়া

ipl-aakash-chopra-slams-fake-news-on-x, kl rahul
Aakash Chopra | Image: Getty Images

আকাশের মতে ২০২৩ সালের বিশ্বকাপে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন কেএল রাহুল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে টিম ইন্ডিয়া উইকেট রক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) যিনি ওয়ানডে ফরম্যাটে এখনও পর্যন্ত নিজের সেরা প্রদর্শন দেখাতে পারেননি। আকাশের মতে কেএল রাহুল (KL Rahul) গত কয়েক বছর ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই টিম ম্যানেজমেন্টের কোন মতেই রাহুলকে দলের বাইরে রাখা উচিত নয়। রাহুল ভারতের জার্সিতে ৭২ টি ওডিআই ইনিংসে ২৮৫১ রান বানিয়েছেন। তার গড় পঞ্চাশের কাছাকাছি। এমনকি ক্যারিয়ারে সাতবার শতরান এবং ১৮ বার অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি।

Read More: টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব, পুনরায় মসনদে হার্দিক পান্ডিয়া !!

অন্যদিকে ঋষভ পন্থের কথা বলতে গেলে ভারতের জার্সিতে তিনি ৩৩ টি ইনিংস খেলেছেন কেবলমাত্র ৮৭১ রান মারাতে সক্ষম হয়েছেন তিনি। যেখানে তার গড় দাঁড়িয়েছে ৩৩.৫০ এ। সামগ্রিকভাবে পন্থের থেকে এই ফরম্যাটে বেশ ভালো ছন্দ দেখিয়েছেন রাহুল। আকাশের মতে পন্থের তুলনায় রাহুলের নির্বাচন টিম ইন্ডিয়ার কাছে শ্রেয় হবে। বিসিসিআই পন্থ এবং রাহুল দুজনকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নির্বাচন করেছে। তবে দুই খেলোয়াড়ের মধ্যেই একজনকে একাদশের অংশ হতে দেখতে পাওয়া যাবে। গত দুই বছরে ভারতীয় দল তাদের ব্যাটিং অর্ডার নিয়ে বেশি পরিবর্তন করেনি। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) দুজনেই এই ফরম্যাটে ওপেনিং করছেন। তিনে কিং কোহলি (Virat Kohli) এবং চারে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দেখতে পাওয়া যাবে।

রাহুলকে নিয়ে ছেলেখেলা করছে বিসিসিআই

KL Rahul, t20 world cup 2024
KL Rahul | Image: Getty Images

টপ অর্ডারে কোনো বামহাতি ব্যাটসম্যান না থাকায় টিম ম্যানেজমেন্ট পন্থকে এই টুর্নামেন্টের জন্য নির্বাচন করেছে। তবে আকাশ চোপড়ার মতে, রাহুলের উচিত এই দলে সুযোগ পাওয়ার। মন্তব্য করে তিনি বলেছেন, “কেএল রাহুল এমন কি ভুল করেছেন ? কারোর নাম রাহুল হলের তাকে নিয়ে সবসময় শোরগোল হবে ? ওঁকে দিয়ে কী সমস্ত কাজ করানো হবে? উইকেট কিপিং থেকে শুরু করে, উপরে ব্যাটিং, নিচে ব্যাটিং সবকিছু ওকেই করতে হবে ? আর জায়গা না হলে পানীয় পরিবেশন করাই কি তার কাজ ? এটা একদম ঠিক নয়।

তিনি আরও বলেছেন যে, “ও বিশ্বকাপে ভালো খেলেছে। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ এখনও মনে পড়ে, ফাইনালে ওঁর ধীরগতির ব্যাটিংয়ের জন্য বেশ সমালোচিত হতে হয়। তবে ও যদি ওদিন আউট হয়ে যেত তাহলে কি আমরা (ফাইনালে) যে রান করেছিলাম সেই রান কি আদেও করতে পারতাম ? আমি কেএল রাহুলকেই দলে নির্বাচনের জন্য জোর দেব। কেউ ভালো করা মানে এই নয় যে কিছু ভুল করেনি তাকে বাদ দেওয়া। ঋষভ পন্থের ওডিআই রেকর্ড এখনও উন্নতির পথে যেখানে রাহুল অনেকটাই এগিয়ে।

Read Also: ব্যাঙ্গালুরুর রাস্তায় দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা, রেগে আগুন ‘ইন্দিরা নগরের গুন্ডা’!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *