"আমি এটা মেনে নিতে পারছি না", মহিলা আইপিএলের অধিনায়ক নির্বাচনে ক্ষুব্ধ আকাশ চোপড়া !! 1

কে এল রাহুলকে নিয়ে বিতর্কের ঝড় ভারতোয় ক্রিকেট মহলে। দীর্ঘদিন ব্যাট হাতে রানের মুখ দেখেন নি তিনি। তবুও বাদ দেওয়ার বদলে তাঁকেই টেস্ট দলের ওপেনার হিসবে ভাবা হচ্ছে। ফর্মে থাকা শুভমান গিল’কে রিজার্ভ বেঞ্চে রেখে রাহুলেই আস্থা রাখছে ভারতীয় দল। বিষয়টি না-পসন্দ অনেক ক্রিকেট সমর্থকেরই। রাহুলের অপসারণ চেয়ে ট্যুইটারে মুখ খুলেছিলেন প্রাক্তনী বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। পালটা এক ইউটিউব ভিডিওতে বেঙ্কটেশ প্রসাদের বিরুদ্ধাচারণ করে রাহুলের পাশে দাঁড়ান আকাশ চোপড়া। প্রসাদ’কে দিল্লী টেস্টের দ্বিতীয় ইনিংস অবধি অপেক্ষা করতে বলেছিলেন তিনি। বিদেশের মাঠে রাহুল’ই ভারতের সেরা ব্যাটার। এমনও বলতে শোনা গিয়েছিলো তাঁকে। দ্বিতীয় ইনিংসেও রাহুল ব্যর্থ হওয়ায় নেটমাধ্যমে ব্যাপক ট্রলের মুখে পড়তে হয়েছিলো আকাশ’কে (Aakash Chopra)। এরপর থেকেই গণমাধ্যমে মুখ খোলা মাত্রই রাহুল (KL Rahul) ইস্যুতে কটাক্ষের শিকার হতে হচ্ছে ভারতের প্রাক্তন ওপেনার ‘কে। সম্প্রতি উইমেন্স প্রিমিয়ার লীগ বা WPL-এ ইউ পি ওয়ারিয়র্জ দলের অধিনায়ক বাছা নিয়ে একটি ট্যুইট করেছিলেন আকাশ। তাঁকে সেই কে এল রাহুল ইস্যুতেই কটাক্ষের বাণে জর্জরিত করলেন নেটিজেন’রা।

WPL নয়, রাহুল ইস্যু’তে নেটিজেন’রা দুষছেন আকাশ’কে-

Aakash Chopra | image: twitter
Aakash Chopra got trolled on twitter over his comment about KL Rahul

ডব্লু পি এলের বাকি আর মাত্র কয়েক দিন। পাঁচ দলের এই প্রতিযোগিতা ঘিরে আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। আগেই স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এবার দলনায়িকার নাম জানানোর পথে হাঁটলো ইউপি ওয়ারিয়র্জ দল’ও। ভারতীয় অলরাউন্ডার দীপ্ত শর্মা’কেই (Deepti Sharma) ইউপি দলের অধিনায়ক হিসবে প্রত্যাশা করেছিলেন অনেকে। তবে বাস্তবে সেই দায়িত্ব পান নি বাংলার অলরাউন্ডার। বরং অস্ট্রেলীয় উইকেটকিপার ব্যাটার অ্যালিসা হিলি’কে (Alyssa Healy) অধিনায়ক হিসবে বেছে নিয়েছে ইউ পি ওয়ারিয়র্জ (UPW) ফ্র্যাঞ্চাইজি। বিষয়টি যে তাঁকে অবাক করেছে তা ট্যুইটারে জানিয়েছিলেন আকাশ চোপড়া। তবে নেটিজেনদের থেকে যেসব জবাব তিনি পেয়েছেন তা সম্ভবত কল্পনা করতে পারেন নি তিনি। উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) নিয়ে আকাশের মতের পক্ষে-বিপক্ষে মতামত জমা পড়েছে গুটিকয়েক। হাজার হাজার মন্তব্যের সিংহভাগই কে এল রাহুল’কে। (KL Rahul) নিয়ে। বা বলা ভালো বেঙ্কটেশ প্রসাদের (Venkatesh Prasad) সাথে যে বাদানুবাদে আকাশ চোপড়া জড়য়েছিলেন তা নিয়ে। আকাশ (Aakash Chopra) ট্যুইটে লেখেন, “দীপ্তি শর্মা ইউপি ওয়ারিয়র্জের নেতা হবেন ভেবেছিলাম।” জবাবে জনৈক নেটিজেন আকশ’কে কটাক্ষ করে বলেছেন, “আপনি মনে হয় আশা করেছিলেন এটাও রাহুল করবে।” “আমি আশা করি আপনি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের ব্যাটিং কোচ হবেন।” টিপ্পনি আরেকজনের। দীর্ঘদিন  অফ ফর্মে থাকা রাহুলের পাশে দাঁড়ানোর জন্য আকাশের ক্রিকেটবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *