এশিয়া কাপের (Asia Cup 2025) মতো ট্রফি জয় করা যেকোনো ক্রিকেটারের স্বপ্ন হয়ে থাকে। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হলো ভারত। ফলে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে থেকে এবার এশিয়ার মহারণে মাঠে নামতে চলেছে ব্লু ব্রিগেডরা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কারণে এই টুর্নামেন্টে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে না। ফলে ব্লু ব্রিগেডদের দিয়ে নিয়ে অনেকটাই চিন্তায় রয়েছেন ভক্তরা। এর মধ্যেই এই বছর এশিয়া কাপে কোন দুই দল ফাইনালে প্রবেশ করবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: “যুবরাজকে ধোনিও ভয় পেতো..”, যোগরাজ সিং’এর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল !!
এই দুই দল পৌঁছাবে ফাইনালে-

শেষ ২০২৩ এশিয়া কাপে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল ব্লু ব্রিগেডরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে আফগানিস্তান। বাংলাদেশও আসন্ন এশিয়ার এই গুরুত্বপূর্ণ মহারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাকিস্তানেরও কামব্যাক করার বিশেষ সুযোগ রয়েছে।
তবে এর মধ্যেই ফাইনালে কোন দুই দল পৌঁছাবে সেই বিষয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra)। তিনি এক আলোচনায় সম্প্রতি বলেন, “শ্রীলঙ্কা দলের মধ্যে সমস্ত রকম সম্ভাবনা রয়েছে। তারা খুবই ভালো দল। যাতে ওরা এগিয়ে যায় সেই বিষয়ে সমর্থন করবো। অবাক হওয়ার কিছু থাকবে না যদি লঙ্কা বাহিনী ফাইনালে প্রবেশ করে। আমার মনে হয় ভারত এবং শ্রীলঙ্কার ফাইনাল হবে। যদি ওরা ভালো খেলে তাহলে সমস্ত সম্ভাবনা রয়েছে।”
শ্রীলঙ্কা দল নিয়ে আত্মবিশ্বাসী-

এখনও পর্যন্ত লঙ্কা বাহিনী এশিয়া কাপের (Asia Cup 2025) ইতিহাসে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা শেষবার ২০২২ সালে এই টুর্নামেন্টে ট্রফি জয় করেছিল। এই বছর শ্রীলঙ্কা চারিত আসালঙ্কার (Charith Asalanka) নেতৃত্বে মাঠে নামতে চলেছে। এই দলের বিষয়ে আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “এশিয়া কাপের জন্য তাদের দলটিকে বেশ ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। সমস্ত বিভাগকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ওপেনার হিসাবে পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka) হোক বা মিডল অর্ডারে কুশল মেন্ডিস (Kusal Mendis) এবং চারিথ আসালঙ্কার মতো তারকা।
এশিয়া কাপের (Asia Cup 2025) দলে একাধিক অলরাউন্ডারকেও দেখতে পাওয়া যাচ্ছে। ফাস্ট বোলিংয়ে তাদের কাছে অসংখ্য বিকল্প রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তারা স্পিন আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” উল্লেখ্য আসন্ন এই টুর্নামেন্টে লঙ্কা বাহিনী গ্রুপ ‘বি’তে আফগানিস্তান, বাংলাদেশ এবং হংকংয়ের সঙ্গে রয়েছে। তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে।