বাদ কুলদীপ, তিন অলরাউন্ডার নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই একাদশ সাজিয়ে মাঠে নামছে ভারত !! 1

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় করা প্রতিটি দেশের স্বপ্ন হয়ে থাকে। আধুনিক ক্রিকেট অজি তারকাদের হাত ধরে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ফলে ভারতীয় (India vs Australia Series) দলের জন্য আসন্ন মিচেল মার্শদের (Mitchell Marsh) বিপক্ষে সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ১৯ অক্টোবর থেকে দুই দলের মধ্যে ওডিআই সিরিজ শুরু হবে। ইতিমধ্যেই ভারতীয় একদিনের দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়েছে। চোটের কারণে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলে আসন্ন একদিনের সিরিজে ভারতীয় একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা চলছিল। এবার এই বিষয়ে আকাশ চোপড়ার (Aakash Chopra) মন্তব্য প্রকাশ্যে এল।

Read More: ঈশান কিষাণকে হারানো সম্মান ফিরিয়ে দিচ্ছে KKR, কোটি টাকার চুক্তিতে করছে দলে শামিল !!

ওপেনার রোহিত ও গিল-

Rohit & Gill | Image: Getty Images
Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় একদিনের দলের হয়ে রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া মনে করছেন এই জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওপেনার হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেবেন। ৩ নম্বরে অবশ্যই থাকছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি সাদা বলের ক্রিকেটে অন্যতম কিংবদন্তি তারকা।

৪ নম্বরে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ব্যাটিং অর্ডারে জায়গা করে নিতে পারে বলে আকাশ চোপড়া জানিয়েছেন। তিনি এই জায়গায় ব্যাটিং করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এর সঙ্গেই ৫ নম্বরের ভারতীয় ব্যাটিং অর্ডারে কেএল রাহুলকে (KL Rahul) দায়িত্ব পালন করতে দেখা যাবে। যদিও এই তারকা টেস্ট ক্রিকেটে ওপেনিং করে থাকেন। তবে এই জায়গায়তেও তিনি একদিনের ক্রিকেটে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন।

তিন জন অলরাউন্ডার-

Axar Patel and Rohit Sharma
Axar Patel and Rohit Sharma | Image: Getty Images

এশিয়া কাপে (Asia Cup 2025) চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলে পেস অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ভারতীয় ওডিআই একাদশে এবার সুযোগ পেতে চলেছেন বলে জানালেন আকাশ চোপড়া। আরও দুই অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল (Axar Patel) এবং ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundor) তিনি জায়গা দিয়েছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI Series) বিপক্ষে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

কিন্তু এই স্পিনারের বদলে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়া হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।অন্যদিকে ৩ পেসার বোলিং আক্রমণে দায়িত্ব পালন করবেন বলে মনে করছেন‌ তারা। আকাশ চোপড়া এই বিভাগে হর্ষিত রানা (Harshit Rana), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং আর্শদীপ সিং (Arshdeep Singh)’কে বেছে নিয়েছেন।

ভারতের সম্ভাব্য একাদশ-

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং

Read Also: হর্ষিত রানার বিষয়ে পাশে দাঁড়িয়ে গম্ভীরের বার্তা, উঠে এলো সরফরাজকে নিয়ে দ্বিচারিতার ছবি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *