চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) শুরু হতে আর মাত্র বাঁকি রয়েছে কয়েকটা দিন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেই ভারতের মুখোমুখি হতে চলেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে দুবাইতে রওনা দেবে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন প্রকাশ্যে এসেছে। প্রথম ওডিআই ম্যাচ থেকে দল থেকে বাদ পড়তে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং হার্ষিত রানা (Harshit Rana)। আপাতত এই তিন খেলোয়াড়কে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)।
বরুণ-হার্ষিতকে প্রথম ম্যাচে দেখতে পাওয়া যাবে না

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) টুর্নামেন্টের প্রথম ম্যাচের জন্য প্রাক্তন ভারতীয় খেলোয়াড় এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া ভারতের একাদশ ঘোষণা করেছেন। আকাশের মতে, টিম ইন্ডিয়ার অভিজ্ঞ খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া উচিত। আকাশ তার বাছাই করা দলে উইকেট রক্ষক হিসাবে পন্থের আগে কেএল রাহুলকে (KL Rahul) বাছাই করেছেন। রাহুল বিগত কয়েক বছর ধরে ভারতীয় দলের হয়ে ওডিআই ফরম্যাটে উইকেট কিপিং করে আসছেন এবং মিডিল অর্ডারে তিনি দলের অন্যতম সেরা। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও পন্থের আগে রাহুলকে একাদশে দেখতে পাওয়া গিয়েছিল যে কারণে পন্থকে আকাশ প্রথম ম্যাচের বাইরে রেখেছেন।
Read More: “কাউকে ভয় করিনা…” চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতকে সতর্ক করলো বাংলাদেশি ক্যাপ্টেন !!
ভারতের একাদশ ঘোষণা করলেন আকাশ চোপড়া

আকাশ চোপড়া তার প্লেয়িং ইলেভেনে রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিলকে (Shubman Gill) ওপেনিংয়ের দায়িত্ব দিয়েছেন। বিরাট কোহলিকে তিন নম্বরে রেখেছেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মিডিল অর্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চার নম্বরে রাখতে চেয়েছেন। পাশাপশি, আকাশ জসপ্রীত বুমরাহের বদলি হিসাবে দলে সুযোগ পাওয়া হার্ষিত রানাকে (Harshit Rana) দলে সুযোগ না দিয়ে বদলে বামহাতি তরুণ পেসার অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দেখতে চান। এছাড়া আকাশের দাবি টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বরুণ চক্রবর্তী যে রুদ্ধশ্বাস ফর্ম দেখিয়েছেন তা ওডিআই ফরম্যাটে নাও দেখাতে পারেন এবং অন্যদিকে কুলদীপ যাদব (Kuldeep Yadav) বিগত কয়েক বছর ধরে অসাধারণ ছন্দে রয়েছেন তাই কুলদীপকে আগে সুযোগ দিতে চাইছেন আকাশ।
প্রথম ম্যাচের জন্য আকাশ চোপড়ার বাছাই করা ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।