এশিয়া কাপে (Asia Cup 2025) প্রতিটি দলই ট্রফি জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করবে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর অংশগ্রহণকারী ৮ টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও প্রতিবার চমক দেওয়ার চেষ্টা করে। ট্রফি জিততে না পারলেও তারা এখনও পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এই বছর তাদের প্রকাশিত স্কোয়াডে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই দল নিয়ে একেবারেই আশাবাদী নন আকাশ চোপড়া (Aakash Chopra)।
Read More: আসন্ন এশিয়া কাপে গম্ভীরের দুরন্ত চাল, ওপেনার হিসেবে দায়িত্ব সামলাবেন এই দুই তারকা !!
গ্ৰুপ পর্ব থেকেই নেবে বিদায়-

আসন্ন এশিয়ার (Asia Cup 2025) গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে গ্রুপ বি’তে অবস্থান করছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগার বাহিনীদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। বাংলাদেশ (Bangladesh Cricket Team) আসন্ন টুর্নামেন্টে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে। এই এশিয়ার মহারণ শুরু হওয়ার আগেই এবার লিটন দাসদের (Litton Das) দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। তিনি সম্প্রতি এক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে উল্লেখ করেন যে বাংলাদেশ দলটি গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নেবে।
ভারতের প্রাক্তন এই ক্রিকেটার বলেন, “আমরা যদি সুযোগের কথা বলি তাহলে বলতে হয় বাংলাদেশের হারানোর কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। তারা দীর্ঘদিন ধরে বহুজাতিক টুর্নামেন্টে ভালো পারফর্ম্যান্স করছে না। দলটি নিজেদের ক্ষমতার থেকে বেশি প্রত্যাশা করে। ২০০৭ সালে আমাদের বিশ্বকাপে হারিয়েছিল। কিন্তু তারা সাম্প্রতিক সময় আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণ করলেও প্রতিযোগী হিসাবে মাঠে নামে না। যদিও টি-টোয়েন্টিতে কোন দলকে বাদ দেওয়া উচিত নয়। আমি তারপরও বলবো বাংলাদেশ দলটি শেষ হয়ে গেছে। তারা গ্ৰুপ পর্বেই যাত্রা শেষ করবে। আমার মনে হয় আফগানিস্তান এবং শ্রীলঙ্কা গ্ৰুপ ‘বি’ থেকে পরবর্তী পর্বে পৌঁছাবে।”
লিটন দাসের ওপর নির্ভরতা-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস (Litton Das)। তার নেতৃত্বেই সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টাইগার বাহিনী। এই সিরিজে ৩ ম্যাচে ১৪৫ রান সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন লিটন। কিন্তু দল সম্পূর্ণরূপে এই তারকা ব্যাটসম্যানের ওপর ভরসা করায় চাপে মুখে দাঁড়িয়ে সেইভাবে লড়াই করতে পারে না। এই বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “দুর্বলতার কথা বলতে গেলে তাদের লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরতা রয়েছে।
তিনি যদি একজন মানসম্পন্ন ক্রিকেটার হলেও অনেক ক্ষেত্রেই তাকে অপরিণত মনে হয়। বর্তমানে অধিনায়ক হওয়ার কারণে দল তার দিকে তাকিয়ে থাকবে। ফলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় চাপের মুখে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে মনে হয়। ২০২৫ সালে তাদের খুব কম ব্যাটসম্যান আছে যাদের স্ট্রাইক রেট ১৫০’এর কাছাকাছি। আপনি মাত্র দু-একজনকে দেখতে পাবেন যাদের স্ট্রাইক রেট ১৪০’এর উপর রয়েছে। টাইগাররা এমন দল নয় যে তারা ২১০-২২০ রান করতে চায়। ১৬০-১৮০ রানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় তারা। ফলের প্রতিপক্ষ দল বিধ্বংসী ব্যাটিং শুরু করলে বাংলাদেশের কাছে কোনো উত্তর থাকবে না।”