ভারত-পাকিস্তান মিলিয়ে পছন্দের একাদশ বাছলেন আকাশ চোপড়া, তালিকায় 'নো এন্ট্রি' পাক খেলোয়াড়দের !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। ১২ বছর পর এই প্রথম আয়োজক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) শেষ চারে প্রবেশ করতে পারলো না। এর সঙ্গেই টুর্নামেন্টে পাক বাহিনী প্রথমে কিউইদের কাছে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের (IND vs PAK) কাছে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে পাকিস্তান দলকে নিয়ে বিভিন্ন রকম মজা করছেন ক্রিকেট ভক্তরা। এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra) সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ভারত-পাকিস্তান থেকে সেরা একাদশ বেছে নিলেন। কিন্তু সেই দলে একজনও পাক ক্রিকেটার জায়গা পাননি। আসলে বর্তমান পাকিস্তান দলের দুর্দশা নিয়ে কার্যত উপহাস করেছেন এই ক্রিকেট বিশ্লেষক।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফি বিপর্যয়ের পর উত্তাল পাক ক্রিকেট, রিজওয়ানের বদলে অধিনায়ক হচ্ছেন এই তারকা !!

পাকিস্তান দলকে নিয়ে মজা করলেন আকাশ চোপড়া (Aakash Chopra)-

ভারত-পাকিস্তান মিলিয়ে পছন্দের একাদশ বাছলেন আকাশ চোপড়া, তালিকায় 'নো এন্ট্রি' পাক খেলোয়াড়দের !! 2
IND vs PAk | Image: Getty images

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ভারত ও পাকিস্তান থেকে সেরা একাদশ বাছাই করতে গিয়ে প্রথমেই ইমাম-উল-হক এবং বাবর আজমকে (Babar Azam) বাদ দিয়ে ওপেনার হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিলকে বেছে নেন। তিনি বলেন, “আমাদের কাছে শুভমান গিল (Shubman Gill) আছে এবং আপনাদের কাছে আছে ইমাম-উল-হক। এই বিষয়ে কোনো প্রশ্ন ওঠাই উচিত নয়। শুভমানকে একাদশে রাখতেই হবে। তারপর আছে বাবর আজম ও রোহিত শর্মা‌ (Rohit Sharma)। এখানেও আমি রোহিত শর্মাকে বেছে নেবো। কারণ খারাপ সময়ের মধ্যেও‌ তিনি দুই ম্যাচ আগে শতরান করেছিলেন আর বাবর ৬৬ ম্যাচ আগে ওডিআই ক্রিকেটে শতরান করেছেন।” এরপর চোপড়া বিরাট কোহলি (Virat Kohli) এবং শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) যথাক্রমে সৌদ শাকিল এবং মহম্মদ রিজওয়ানের (Mohmmad Rizwan) জায়গায় বেছে নেন। তিনি বলেন, “৩ নম্বরে কোনোরকম প্রশ্ন না করে বিরাট কোহলিকে (Virat Kohli) চুপচাপ রেখে দিই। ৪ নম্বরে শ্রেয়স এবং মহম্মদ রিজওয়ানকে নিয়ে প্রশ্ন উঠতে পারে। ৯০-এর দশক বা ২০০০ সালের প্রথম দিকের যদি ক্রিকেটের কথা বলতেন আমি রিজওয়ানকে বেছে নিতাম। কিন্তু বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে শ্রেয়সকে বেছে নেওয়া উচিত। তিনি বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাটিং করে ৫০০ রান করেছিলেন এবং বর্তমান সময়েও দুরন্ত ফর্মে আছেন।”

পাকিস্তানের মিডল অর্ডার এবং বোলিং নিয়েও কটাক্ষ করেন আকাশ চোপড়া (Aakash Chopra)-

ভারত-পাকিস্তান মিলিয়ে পছন্দের একাদশ বাছলেন আকাশ চোপড়া, তালিকায় 'নো এন্ট্রি' পাক খেলোয়াড়দের !! 3
IND vs PAk | Image: Getty images

প্রাক্তন ভারতীয় ওপেনার মিডল অর্ডারে কেএল রাহুল (KL Rahul), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং অক্ষর প্যাটেলকেই (Axar Patel) একাদশে জায়গা করে দেন। তিনি বলেন, “যদি আপনি সালমান আলীকে ৫ নম্বরে পাঠান তবে আমি কেএল রাহুলকে পাঠাবো। তখন আপনাকে রাহুলকে দলে রাখতেই হবে। খুশদিল শাহকে পাঠালে আমরা দেব হার্দিক পান্ডিয়াকে। তখন আপনাকে হার্দিককে বেছে নিতে হবে। আপনি বলবেন তৈয়ব তাহির, আমি বলবো অক্ষর প্যাটেল। আমি বলছি যে অক্ষরকেই রাখতে হবে।” বোলিং বিভাগেও আকাশ চোপড়া ভারতীয় দলের ক্রিকেটারদের বেছে নেন। তিনি বলেন, “আমরা যদি বোলিং-এর দিকে যাই স্পিনে রয়েছেন কুলদীপ যাদব বা আবরার। কুলদীপকে আপনাকে বেছে নিতে হবে। উনি খুবই ভালো বোলার। এরপর রয়েছেন মহম্মদ শামি এবং শাহীন আফ্রিদি। আপনি যদি শেষ ১০ ম্যাচ দেখেন এবং আইসিসি রেকর্ডের দিকে তাকান অবশ্যই শামিকে বেছে নেবেন।” এরপর তিনি রবীন্দ্র জাদেজাকে অনেকটাই হারিস রাউফের থেকে এগিয়ে রেখে একাদশে যুক্ত করেন এবং হর্ষিত রানাকেও দলে জায়গা করে দেন। আসলে এই সেরা একাদশ বাছাইয়ের মাধ্যমে আকাশ চোপড়া প্রমাণ করেছেন যে পাকিস্তান দল এই মুহূর্তে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

Also Read: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই বিদেশীদের অপহরণের হুমকি, সতর্কতা জারি করলো পাকিস্তান সরকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *