ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন হলেন কেএল রাহুল (KL Rahul)। যদিও এখনও পর্যন্ত তাকে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ছত্রছায়াতেই বড় হতে হয়েছে। একজন পরিপক্ক ক্রিকেটার হয়ে ওঠার দক্ষতা রয়েছে তার মধ্যে। তবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কারণেই এবার তার ক্যারিয়ারটা শেষ হতে চলেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অন্যতম সেরা ধারাভাষ্যকার আকাশ চোপড়া, কেএল রাহুলকে ঠিকভাবে সুযোগ না দেওয়ার জন্য গৌতম গাম্ভীরকে দোষী সাব্যস্ত করেছেন।
কেএল রাহুলকে নিয়ে ছেলেখেলা করছেন গম্ভীর
আসলে ভারতীয় দল প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ২২৭ রানে এগিয়ে ছিল এবং দ্বিতীয় দিনে ভারতীয় দল আবার একবার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। তৃতীয় দিনের শুরুতে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিল এবং মধ্যাহ্নভোজনের পর কেবলমাত্র ১ ঘন্টা ব্যাটিং করে ভারতীয় দল ইনিংসের সমাপ্তির ঘোষণা করেছিল সেই সময়ে ভারতীয় দলের দুই প্রতিভাবান ব্যাটসম্যান টিকে ছিলেন ক্রিজে। একদিকে ১৭৬ বলে ১১৯ রান বানানো শুভমান গিল তো অপর প্রান্তে ১৯ বলে ২২ রান বানিয়ে অপরাজিত ছিলেন কেএল রাহুল (KL Rahul)। ৫১৪ রানের লিড নিয়ে ভারতীয় দল ইনিংসের অবসানের ঘোষণা করেন।
Read More: KL Rahul: ৬,৬,৬,৬,৬…কেএল রাহুলের মধ্যে প্রবেশ করলো সূর্যকুমার যাদবের আত্না, ৫১ বলেই হাঁকালেন ২১২ রানের ইনিংস !!
তখন কমেন্ট্রি বক্সে থাকা আকাশ চোপড়া রীতিমতন ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। মন্তব্য করে তিনি বলেছিলেন রাহুল নিজেকে প্রমাণ করতে চাইলেও টিম ম্যানেজমেন্ট তাকে যোগ্য সুযোগ দিচ্ছেন না। ধারাভাষ্য দিতে দিতে তিনি বলেন, “কে রাহুলকে আপনারা ওপেনার বানালেন, তারপর তাকে মিডিল অর্ডারে খেলতে বললেন, তারপর তাকে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে পাঠালেন। এবার যখন তার ব্যাটিং করা সুযোগ আসলো তখন ইনিংসে সমাপ্তি ঘোষণা করলেন। আপনারা তাকে যথেষ্ট সময় দেননি।”
আকাশ চোপড়া করলেন বড় মন্তব্য
পাশাপশি মন্তব্য করে তিনি আরও বলেন, “সবে মাত্র তিন দিনের খেলা শেষ হয়েছে, এখনো দেড় দিনের বেশি সময় বাকি রয়েছে। আপনারা ইনিংস ডিক্লেয়ার করে দিলেন যেখানে এখনো ব্যাটিং করার সুযোগ ছিল। কে এল রাহুলকে দিচ্ছেন না খেলতে, সময় অঢেল ছিল বৃষ্টি আসার কোন সম্ভাবনা ছিল না কেএল রাহুলকে ৬০-৭০ রান করতে দিতেই পারতেন।”
ভারতীয় টেস্ট দলের জার্সিতে কেএল রাহুল (KL Rahul) ৫১ টি টেস্ট খেলেছেন। ৩৪.১৩ গড়ে ২৯০১ রান বানিয়েছেন তিনি পাশাপাশি ৮ বার শতরান এবং ১৪ বার অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি।