ভারতীয় দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এই দল বর্তমানে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করছে। তবে স্কোয়াডে রয়েছে একাধিক চোট সমস্যা। কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তিলক বর্মা (Tilak Varma) চোটের কারণে ছিটকে যান। তার বদলে দলে এসেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত একাদশে সুযোগ পাননি। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন তারকা।
Read More: শেষ ম্যাচে পুরো বদলে যাচ্ছে একাদশ, ‘ভুয়ো’ আহত ঈশান সহ আইয়ারের হচ্ছে এন্ট্রি !!
সুযোগ পাচ্ছেন না শ্রেয়স-

শ্রেয়স আইয়ার ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান। তিনি সাম্প্রতিক সময় মূলত ওডিআই দলে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন। কিন্তু টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারছিলেন না। আইপিএলে (IPL 2026) এই বছর পঞ্জাব কিংসকে (PBKS) নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গিয়েছিলেন এই তারকা। ব্যাট হাতেও দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেন।
তিলক বর্মার অস্ত্রোপচার হওয়ার পর বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। তার বদলে ভারতীয় দলে জায়গা পেয়েছেন শ্রেয়স। কিন্তু তিনি শেষ চার ম্যাচে একবারও একাদশে সুযোগ পাননি। জাতীয় দলের হয়ে শেষবার ২০২৩ সালে টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন। এই ফরম্যাটে তার দেশের জার্সিতে ৫১ ম্যাচে রয়েছে মোট ১১০৪ রান।
শ্রেয়সকে নিয়ে মন্তব্য-

শেষ ম্যাচে ঈশান কিষাণ (Ishan Kishan) চোটের কারণে একাদশে ছিলেন না। তার বদলে অতিরিক্ত বোলার নেওয়া হয়েছিল। ম্যাচে দল লজ্জাজনক হারের সম্মুখীন হয়। ফলে কেন শ্রেয়স আইয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়ার (Aaksh Chopra) মন্তব্য সামনে এসেছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “এখনও শ্রেয়কে বেঞ্চে বসিয়ে রাখার কারণ কী?
তাকে কেন দলে রাখা হয়েছে? তিলক যখন চোট পেলেন আমি বলেছিলাম শ্রেয়সকে খেলানো উচিত নয়। কারণ দলে সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষাণ (Ishan Kishan), রিঙ্কু সিং (Rinku Singh) রয়েছেন। বিশ্বকাপ দলেও তার নাম নেই। এখন ঈশান চোট পেয়েছে তাও শ্রেয়সকে একাদশে নেওয়া হচ্ছে না। ফলে আমার মনে হয় স্কোয়াডে রাখাই উচিত হয়নি। আয়ুশ বাদোনির (Ayush Badoni) মতো কাউকে রাখা যেত। তারা ড্রেসিংরুম থেকে অনেক কিছু শিখতে পারত।”
আকাশ চোপড়া আরও বলেন, “মনে হতে পারে শ্রেয়স যদি একটা ম্যাচ ভালো খেলে যায় তাহলে সংবাদমাধ্যমে চর্চা শুরু হয়ে যাবে। হলে সেটা হতে দাও। কিন্তু এইভাবে বেঞ্চে বসিয়ে রাখার কোনো মানে নেই। দরকার হলে তাকে ঘরে পাঠিয়ে দাও।”