"ক্যারিয়ার শেষ..", সঞ্জু স্যামসনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার !! 1

নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের ধারাবাহিক জয় ভক্তদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 WC 2026) এই দল দুরন্ত ফর্মে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হাইভোল্টেজ টুর্নামেন্টের জন্য চূড়ান্ত একাদশ এখনও বাছাই করে উঠতে পারেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চোট সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে।‌ এর সঙ্গেই ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ধারাবাহিকভাবে ব্যর্থ হ‌চ্ছেন। এবার এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আকাশ চোপড়া (Aakash Chopra)।

Read More: ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, বিশ্বকাপকে ঘিরে বিতর্কের আগুনে ঘি ঢালল পিসিবি !!

ধারাবাহিকভাবে ব্যর্থ সঞ্জু-

"ক্যারিয়ার শেষ..", সঞ্জু স্যামসনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার !! 2
Sanju Samson | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবারও ওপেনারের জায়গা ফিরে পেয়েছেন সঞ্জু স্যামসন। এর আগে শেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। কিউইদের বিপক্ষে ওপেনার হিসেবে জায়গা ফিরে পেয়ে তিনি ব্যাট হাতে জ্বলে উঠবেন বলেই ভক্তরা আশা করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত বড়ো ইনিংস খেলে দলকে ভরসা দিতে পারেননি।

প্রথম ম্যাচে নাগপুরে ৭ বলে ১০ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে এসেছিল মাত্র ২ টি চার। রায়পুরে দ্বিতীয় ম্যাচে করেন ৫ বলে মাত্র ৬ রান। আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি সঞ্জু। প্রথম বলেই আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। ফলে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। উল্লেখ্য এখনও পর্যন্ত সঞ্জু দেশের জার্সিতে ৫৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৪৮ রান সংগ্রহ করেছেন।

সমালোচনার মুখে সঞ্জু-

"ক্যারিয়ার শেষ..", সঞ্জু স্যামসনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার !! 3
Sanju Samson | Image: Getty Images

ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই তারকা ব্যাটসম্যানকে একাদশ থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন ভক্তরা‌। এর মধ্যেই প্রাক্তন ওপেনার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া সঞ্জুর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি এই তারকা ক্রিকেটারের বিষয়ে বলতে গিয়ে বলেন, “আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন ১৫৩ রান নিয়ে আদৌ কোনো লড়াই করা সম্ভব ছিল কিনা।

যদি প্রথম বলে উইকেট পড়ে তাহলে লড়াইয়ে টিকে থাকা যায়। সঞ্জু স্যামসন (Sanju Samson) প্রথম বলে আউট হয়ে মাঠ ছাড়েন। গত দুটি ম্যাচেও তিনি একইভাবে আউট হয়েছিলেন। অন্যদিকে ঈশান কিষাণ (Ishan Kishan) যতক্ষণ ব্যাট করেছেন ভালো ছন্দে ছিলেন। তার ইনিংসটি সংক্ষিপ্ত হলেও বিস্ফোরক ছিল। যখন দলের ৫৩ রানে তিনি আউট হয়ে যান তার আগেই নিজের কাজটি করে দিয়েছেন। তাহলে ওপেনার হিসেবে দৌড়ে কে এগিয়ে আছে বোঝাই যাচ্ছে।”

Read Also: শনির খাঁড়া শ্রেয়সের কপালে, বিশ্বকাপের আগে দলে ফিরছেন তিলক বর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *