"ক্যারিয়ার শেষ করে দিন...", সঞ্জুকে নিয়ে ছেলেখেলা করায় গম্ভীরকে তীব্র আক্রমণ প্রাক্তন ভারতীয় ওপেনারের !! 1

অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে আজ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে গেছে ভারতীয় দল। এই সিরিজের তৃতীয় ম্যাচে প্রধান কোচ গৌতম গম্ভীর একাদশে একাধিক পরিবর্তন এনেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) একাদশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে এই তারকা ব্যাটসম্যানকে ওপেনারের জায়গা থেকে সরিয়ে ব্যাটিং অর্ডারের একাধিক জায়গায় দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছিল। যা নিয়ে এবার তীব্র সমালোচনা করলেন আকাশ চোপড়া (Aakash Chopra)।

বাদ পড়েছেন সঞ্জু স্যামসন-

"ক্যারিয়ার শেষ করে দিন...", সঞ্জুকে নিয়ে ছেলেখেলা করায় গম্ভীরকে তীব্র আক্রমণ প্রাক্তন ভারতীয় ওপেনারের !! 2
Sanju Samson | Image: Getty Images

গত বছর ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে ওপেনার হিসেবে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন সঞ্জু। এক বছরে এই ভূমিকায় তিনি ৩ টি শতরান হাঁকিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) শুভমান গিল দলে ফিরে আসার পর ওপেনার হিসেবে নিজের জায়গা হারান এই তারকা ব্যাটসম্যান। এশিয়া কাপে এই তারকা ব্যাটসম্যানকে ৩ নম্বরে এবং ৫ নম্বর পর্যন্ত ব্যাটিং করতে দেখা গিয়েছিল।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ স্থানে ব্যাটিং করতে দেখা যায়। কিন্তু এরপর তৃতীয় ম্যাচে সঞ্জু স্যামসনকে একাদশের বাইরে পাঠিয়ে দেন কর্মকর্তারা। তার বদলে জিতেশ শর্মা (Jitesh Sharma) উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছিলেন। আজ চতুর্থ ম্যাচেও বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে এই তারকা ব্যাটসম্যানকে। উল্লেখ্য এখনও পর্যন্ত তিনি দেশের হয়ে ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯৯৫ রান সংগ্রহ করেছেন।

আকাশ চোপড়ার আক্রমণ-

ভারতীয় দল
Sanju Samson | Image: Getty Images

সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া এবং তারপর একাদশের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। এবার ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra) প্রশ্ন তুললেন। তিনি বলেন, “বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হল আমরা সঞ্জু স্যামসনের বিষয়ে কী সিদ্ধান্ত নিলাম? সঞ্জুকে কেন খেলানো হচ্ছে না সবচেয়ে বড়ো এই প্রশ্নটাই উঠে আসছে‌। আমারা তাকে খেলিয়েছি সে ভালো করেছে। আমি বলছি না অসাধারণ করেছে কিন্তু সে নিজের জায়গায় ঠিক ছিল।

তাকে তুমি এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে ব্যাটিং করতে বাধ্য করেছিলে। দুরন্ত অর্ধ শতরান হাঁকিয়েছিলেন। এশিয়া কাপের ফাইনালেও সে কিছু রান করেছিল। আপনি বলেছিলেন নিচের দিকেও ব্যাট করে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে। আমরা বলেছিলাম ওপেনার হিসেবেই তাকে রাখা উচিত। কিন্তু ভরসা দিলেও জিতেশ শর্মাকে (Jitesh Sharma) নিয়ে আসা হয়েছে। আপনি বলেছিলেন সঞ্জু খেলবে। আপনি সঠিক জানেন কি করতে চাইছেন। আপনার সিদ্ধান্তকে আমরা সম্মান করি।” ফলে আকাশ চোপড়া কার্যত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দিকেই আঙ্গুল তুললেন।‌

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *