সঞ্জু না জিতেশ, এশিয়া কাপে একাদশে কে থাকবেন স্পষ্ট করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার !! 1

আর কয়েকটা দিন পরেই এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় ক্রিকেটাররা। তার আগেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিসিসিআইয়ের (BCCI) প্রকাশিত ১৫ সদস্যের দলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন একাধিক অভিজ্ঞ তারকা। ফলে ব্লু ব্রিগেডদের একাদশ কীরকম হতে চলেছে তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে কোন ক্রিকেটার দায়িত্ব পালন করবেন তা নিয়ে ইতিমধ্যেই একাধিক মতামত সামনে এসেছে। এর মধ্যেই এবার এই বিষয় নিয়ে আকাশ চোপড়ার (Aakash Chopra) মন্তব্য সামনে এলো।

Read More: এশিয়া কাপের আগেই মাথায় হাত BCCI-এর, টিমের সাথে দুবাই যাওয়া হচ্ছে না গিল-বুমরাহ সহ এই ক্রিকেটারদের !!

উইকেটকিপার নিয়ে চোপড়ার মন্তব্য-

সঞ্জু না জিতেশ, এশিয়া কাপে একাদশে কে থাকবেন স্পষ্ট করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার !! 2
Sanju Samson and Gautam Gambhir | Images: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য প্রকাশিত ভারতীয় দলে দুজন প্রধান উইকেটকিপার ব্যাটসম্যান হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং জিতেশ শর্মা (Jitesh Sharma)। সাম্প্রতিক সময়ের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে দুজনেই একাদশে থাকার দাবিদার হয়ে উঠেছেন। ফলে একজনকে বাছাই করা খুবই কঠিন বিষয় হতে পারে। এই বিষয়ে প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “সঞ্জু স্যামসন (Sanju Samson) গত ১২ ম্যাচে ৩ টি শতরান করেছেন। তিনি এই মুহূর্তে দলের‌ গুরুত্বপূর্ণ অংশ।

তাই অবশ্যই সঞ্জু (Sanju Samson) উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বাছাই করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। সমস্ত টি-টোয়েন্টি মিলিয়ে ১৪০ স্ট্রাইক রেটে ৩৩ গড়ে ৬,০০০-এর বেশি রান করেছেন। এই পরিসংখ্যান সত্যিই ভালো।” উল্লেখ্য গত বছর বাংলাদেশের (IND vs BAN) বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতের হয়ে মোট তিনটি শতরান হাঁকিয়েছিলেন সঞ্জু। তিনি ওপেনার হিসেবে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ফর্মে জিতেশ শর্মা‌ও-

Jitesh sharma, t20 world cup 2024, ind vs ban
Jitesh Sharma | Image: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই দলের হয়ে জিতেশ শর্মা (Jitesh Sharma) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি উল্লেখযোগ্যভাবে এই বছর টুর্নামেন্টে ১৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। ফিনিশার হিসেবে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় দলের হয়ে জিতেশ এখনও পর্যন্ত ৯ ম্যাচে সংগ্রহ করেছেন ১০০ রান।

তবে ভারতীয় টি-টোয়েন্টি দলে বর্তমানে ফিনিশার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মতো তারকা রয়েছেন। সম্প্রতি রিঙ্কু উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি (UP T20) লিগে দুরন্ত ফর্মে রয়েছেন‌। এই টুর্নামেন্টে একটি দুরন্ত শতরান‌ও হাঁকিয়েছেন তিনি। ফলে একাদশে জিতেশের (Jitesh Sharma) জায়গা পাওয়া অসম্ভব বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য ভারতীয় দল ১০ সেপ্টেম্বর এই বছর এশিয়া কাপে (Asis Cup 2025) প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর রয়েছে পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে ব্লু ব্রিগেডদের হাইভোল্টেজ ম্যাচ।

Read Also: চোট পেয়ে ছিটকে গেলেন পাঞ্জাব কিংস তারকা, এশিয়া কাপের আগে আশঙ্কায় ক্রিকেটমহল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *