ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে ভারতীয় দলের পারফর্মেন্স ভক্তদের মন জয় করে নিয়েছে। ব্যাট হাতে শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থেকে বল হাতে কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বিশেষ নজর কেড়েছেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্টে ব্লু ব্রিগেডরা ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ইনিংস এবং ১৪০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম থেকেই কেএল রাহুলদের (KL Rahul) দাপট দেখা যায়। এই ম্যাচ চলাকালীন এবার দর্শক আসনের এক অদ্ভুত ভিডিও ধরা পড়লো যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: “রোহিত-বিরাটদের উড়িয়ে দেব..”, সিরিজ শুরুর আগেই ভারতীয় দলকে খোলা চ্যালেঞ্জ দিলেন মিচেল মার্শ !!
IND vs WI ম্যাচে অবাক কান্ড-

ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে অনেক সময় একাধিক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও দর্শক আসনেও একাধিক অদ্ভুত ছবি ধরা পড়ে। বিভিন্ন পোশাকে ভক্তরা দলকে সমর্থন করতে এসে ভাইরাল হন। অথবা ম্যাচ চলাকালীন ভক্তদের বিভিন্ন আবেগপ্রবণ ছবি ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। তবে এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলাকালীন এক মহিলার হাতে এক পুরুষের মার খাওয়ার ভিডিও সামনে এল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণী পাশে বসা এক তরুণকে একের পর এক চড় মারছেন। এছাড়াও তরুণের ঘাড় ধরে আক্রমণাত্মকভাবে কিছু বোঝানোর চেষ্টা করছেন মহিলাটি। তবে ভিডিও দেখে বোঝা যাচ্ছে তারা দুজনে প্রেমিক-প্রেমিকা। মজার ছলে বিষয়টি ঘটলেও প্রকাশ্যে এই ধরনের আচরণ অনেক নেটিজেন মেনে নিতে পারছেন না। শুধু পুরুষ বলেই বিষয়টি মজার ছলে নেওয়া হচ্ছে এবং এই ঘটনা কোনো মহিলার সঙ্গে ঘটলে অবশ্যই সমালোচনা হতো বলে অনেকেই উল্লেখ করছেন তারা।
দেখুন সেই ভিডিওটি-
ভারতের বিশাল জয়-

দিল্লির মাটিতে ভারতীয় দল প্রথমে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ব্লু ব্রিগেডদের হয়ে ওপেনিং করতে নেমে ২৫৮ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এসেছিল ২২ টি চার। এছাড়াও সাই সুদর্শন (Sai Sudarshan) ৮৭ রানে এবং শুভমান গিল (Shubman Gill) অপরাজিত ১২৯ রান সংগ্রহ করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
ফলে ব্লু ব্রিগেডরা প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান সংগ্রহ করে ডিক্লেয়ার ঘোষণা করে দেয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রানে আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান সংগ্রহ করে দুরন্ত লড়াই চালায়। দ্বিতীয় ইনিংসে শাই হোপ (Shai Hope) এবং জন ক্যাম্পবেল (John Campbell) দুরন্ত শতরান হাঁকান। বল হাতে ভারতের হয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট সংগ্রহ করে মুগ্ধ করেছেন। শেষ পর্যন্ত ম্যাচটি ৭ উইকেটে ভারতীয় দল জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল।