ভারতীয় দল এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই টুর্নামেন্ট ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় দল পরপর ম্যাচে জয় তুলে নিয়ে সুপার ৪’এ পৌঁছে গেছে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে এর মধ্যেই ভারতীয় তারকা ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে এলো। এই ঘটনা আরও একবার ভারতীয় ক্রিকেটকে লজ্জার মুখে ফেললো।
Read More: Asia Cup 2025: বিতর্ককে পিছনে ফেলে জয় পাকিস্তানের, আমিরশাহীকে হারিয়ে মিললো সুপার ফোরের টিকিট !!
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ-

আইপিএলের (IPL 2025) পর তারকা পেসার যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক তরুণী। তিনি গাজিয়াবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ এনে এফআইআর করেছিলেন। এর ফলে এই তারকা ক্রিকেটারকে ইউপি টি-টোয়েন্টি লিগ থেকে বাদ পর্যন্ত দেওয়া হয়। এর মধ্যেই এবার আরও এক উত্তরপ্রদেশের তারকার বিরুদ্ধে এফআইআর করা হলো।
সূত্র অনুযায়ী হায়দ্রাবাদের এক মহিলা ইউপির এক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিভূতি খন্ড থানায় এফআইআর করেন তিনি। এই ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। সমস্ত বিষয়টির সুত্রপাত ঘটে যখন মহিলার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বর্তমানে বিষয়টি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। মহিলাটি ক্রিকেটারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিতেন পারেও বলে খবর সামনে এসেছে।
এশিয়া কাপের মঞ্চে ভারত-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ট্রফি জয় করার পর দুরন্ত ফর্মে রয়েছে ব্লু ব্রিগেডরা। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে বিপক্ষদের মাত্র ৫৭ রানে অলআউট করে দেয় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ২.৭ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন।
অন্যদিকে পাকিস্তানও গ্ৰুপ পর্বে ব্লু ব্রিগেডদের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে পারিনি। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে পাক বাহিনী। এই রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অধিনায়ক অপরাজিত ৪৭ রান সংগ্রহ করে দলকে বিশাল জয় এনে দেন। এই ম্যাচেও ৩ উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা নির্বাচিত হন অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব।