হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে বিতর্কে কাশ্মীরের ক্রিকেটার, তদন্তে নেমেছে পুলিশ !! 1

ক্রিকেট মাঠে অসংখ্য বিতর্কিত ঘটনা মাঝেমধ্যেই সামনে উঠে আসে। ক্রিকেটারদের বিভিন্ন উদযাপনেও অনেক সময় সমাজের প্রতি বার্তা দেখতে পাওয়া যায়। এই তারকাদের মতামত ভক্তদের বিভিন্নভাবে প্রভাবিত করে। তবে সবকিছুর উর্ধ্বে দেশকে এগিয়ে রাখেন তারা। দেশকে সম্মান এনে দেওয়ার জন্য মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেন রোহিত শর্মা (Rohit Sharma) বিরাট কোহলিরা (Virat Kohli)। তাদের হাত ধরে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে ভারতীয় দল। অন্যদিকে এবার বছরের শুরুতেই হেলমেটে ফিলিস্তাইনের পতাকা লাগিয়ে বিতর্কে জড়ালেন কাশ্মীরের এক ক্রিকেটার।

Read More: নিউজিল্যান্ড সিরিজের আগেই অবসর নিলেন তারকা ব্যাটসম্যান, বছরের শুরুতেই ভাঙল ভক্তদের হৃদয় !!

দেশকে অপমান ক্রিকেটারের-

হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে বিতর্কে কাশ্মীরের ক্রিকেটার, তদন্তে নেমেছে পুলিশ !! 2
Furqan Bhatt | Image: Twitter

২০১৭ সালে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England T20 Match) একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন ‘চুইংগাম’ চিবোতে দেখা গিয়েছিল কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুলকে (Parvez Rasool)। যা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। এবার কাশ্মীরের এক ক্রিকেটারকে হেলমেটে ফিলিস্তাইনের পতাকা লাগিয়ে ব্যাটিং করতে দেখা গেল। গত বুধবার জম্মু-কাশ্মীরের চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টে এই ঘটনাটি ঘটে। এই দিন টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল জেকে ইলেভেন কিংস এবং জম্মু ট্রেইলব্লেজার।

এই ম্যাচেই হেলমেটে প্যালেস্টাইনের পতাকা ব্যবহার করেন ফুরকান ভাট (Furqan Bhatt)। তাকে এই অবস্থাতে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। সেই ভিডিও এবং ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে।‌ টুর্নামেন্টের আয়োজকরা এই বিষয়টি কীভাবে এড়িয়ে গেছে তা নিয়েও উঠছে প্রশ্ন। নিজের দেশকে বাদ দিয়ে ফিলিস্তিনকে সমর্থন করায় এই ক্রিকেটারের দিকে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

তদন্তে নেমেছে পুলিশ-

হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে বিতর্কে কাশ্মীরের ক্রিকেটার, তদন্তে নেমেছে পুলিশ !! 3
Jammu Kashmir Police | Image: Twitter

ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআইয়ের (BCCI) লোগোর উপর হেলমেটে দেশের পতাকা ব্যবহার করে থাকেন। এই ছবিটি ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ পরিচিত। কিন্তু ফিলিস্তিনের পাতাকা ব্যবহার করা কার্যত বেআইনি বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জম্মু কাশ্মীরের পুলিশ। এই ক্রিকেটার এবং প্রতিযোগিতার আয়োজকদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জম্মু কাশ্মীরের পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি বিস্তারিত ভাবে জানায়।

তাদের পক্ষ থেকে বলা হয়, “একজন ক্রিকেটার এবং আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। জম্বুর একটি ক্রিকেট লিগে হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে খেলছিলেন এক ব্যাটসম্যান। এই বিষয়টি আয়োজকদের কীভাবে নজর এড়িয়ে গেল খতিয়ে দেখা হচ্ছে।” সূত্র অনুযায়ী এই টুর্নামেন্টের আয়োজনের সঙ্গে রাজ্যের ক্রিকেট বোর্ড যুক্ত ছিল না।

Read Also: ঋষভ পান্থ ও গম্ভীরের ঝগড়া তুঙ্গে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে পড়তে চলেছেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *