১. আম্বাতি রায়ডু
এই তালিকায় একেবারে নবতম সংযোজন আম্বাতি রায়ডু।ক্রিকেট কেরিয়ারের নানান চড়াই উৎরাই এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছেন রায়ডু।কিন্তু জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে তার সংঘাত সেক্ষেত্রে এক অন্যমাত্রা যোগ করেছে এই ক্রিকেটারের ক্ষেত্রে।
২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপের দলে তিনি ছিলেন অন্যতম স্ট্যান্ড বাই ক্রিকেটার ক্রিকেটার।যখন সকলেই নিশ্চিত ছিলেন যে দলে সুযোগ পাবেন তিনি।তখন এমনটা ঘটেনি।তার বদলে দলে পরিবর্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পান ঋষভ পন্থ এবং ময়ঙ্ক অগ্রবাল।যা ঘিরে সৃষ্টি হয় তুমুল বিতর্কের।
ঘটনাটি স্বাভাবিক ভাবেই মনে প্রভাব ফেলে রায়ডুর।তিনি সরাসরই দেশের ক্রিকেট বোর্ডের বিপক্ষে করেন ব্যাঙ্গাত্মক টুইট।যার জেরে রোষের মুখে পড়তে হয় তাকে।এমনকি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তিনি।এরপর পরবর্তী সময়ে অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করলেও, সেখানে দুর্নীতি দেখলে ফের ক্রিকেট থেকে সরে দাড়ান এই ভারতীয় ক্রিকেটার।