পাঁচ তারকা ক্রিকেটার যাদের ক্রিকেট বোর্ডের সাথে সংঘাতের দরুণ নষ্ট হয়েছে কেরিয়ার 1
৩. ডোয়েন ব্রাভোপাঁচ তারকা ক্রিকেটার যাদের ক্রিকেট বোর্ডের সাথে সংঘাতের দরুণ নষ্ট হয়েছে কেরিয়ার 2

দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রকাশ‍্যে সমালোচনা করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তারকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডোয়েন ব্রাভো।একসময় তিনি ছিলেন লয়েডের দেশের ক্রিকেট দলের অধিনায়ক।যদিও পরবর্তী সময়ে বোর্ডের সমালোচনা করে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন তিনি।

দেশের হয়ে ব্রাভোর খেলতে না চাওয়ার অন‍্যতম কারণ ছিলো আর্থিক।বোর্ডের তরফে এরজন্য কোনও রকম অর্থ প্রদান করা হতো না।ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের২০১৪ সালে ভারত সফরে।ব্রাভো আওয়াজ তুললে সেই সময় তাকে সাপোর্ট করে সেই দলের একাধিক ক্রিকেটার।

এই ঘটনার পর দেশের ক্রিকেট বোর্ডের সাথে দুরত্ব তৈরি হয় ব্রাভোর।এমনকি আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলাকালীন তিনি দেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তাব ফিরিয়ে দেন।এরপর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার থেকে অবসর নিয়ে নেন তিনি।যদিও পরবর্তী সময়ে অবস্থার উন্নতি ঘটলে নিজের সিদ্ধান্ত থেকে সরে দাড়ান ব্রাভো।২০২০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে দেখা যাবে তাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *