৪. কেভিন পিটারসেন
এক সময় ইংল্যান্ড ক্রিকেট দলের নিয়মিত এবং অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কেভিন পিটারসেন।সব কিছু ঠিক ঠাক চলছিলো।কিন্তু পরবর্তী সময়ে দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খুলে বিপাকে পড়তে হয় তাকে।যার জেরে ক্রমশ জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
এ্যসেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জার হারে মুখোমুখি হয় ইংল্যান্ড।দল থেকে বাদ পড়েন পিটারসেন।যদিও তাকে বাদ দেওয়ার কোনও কারণ ব্যাক্ষা করা হয়নি তার দেশের ক্রিকেট বোর্ডের তরফে।এরপর আর জাতীয় দলে ডাক পাননি কেপি।
সূত্রের খবর অনুযায়ী সেই সময় টিম ম্যানেজমেন্টর পাশাপাশি তৎকালীন ইংল্যান্ড অধিনায়ক এ্যন্ড্রু স্ট্রস এবং কোচ এ্যন্ডি ফ্লাওয়ারের সাথে সংঘাতে জড়িয়েছিলেন পিটারসেন।