World Cup 2023: বিশ্বকাপ জিততে বিরাট কোহলিকে হীরের ব্যাট উপহার, দাম জানলে চক্ষু চরকগাছ !! 1

২০২৩ সালের জুড়েই ক্রিকেটের মরশুম। আর এই মৌসুমে সব থেকে বড় চলেছে অক্টোবর মাসের দিকে যেটি অনুষ্ঠিত হবে ভারতেই। এ বছর ভারতের মাটিতে বিশ্বকাপের (WC 2023) আসর বসছে। যেখানে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) কে। আর এই বিশ্বকাপে সকলের নজর থাকবে বিরাট কোহলির উপর। ভারতীয় দলকে জিততে গেলে কোহলিকে পারফরমেন্স করতে হবে। পাশাপাশি বিশ্বকাপের আগে গুজরাতের এক হিরে ব্যবসায়ী ভারতের প্রাক্তন অধিনায়ককে এক অভিনব উপহার দিতে চাইছেন। তিনি ১.০৪ ক্যারাটের হিরে দিয়ে তৈরি একটি ব্যাট উপহার দিতে চাইছেন বিরাট কোহলিকে (Virat Kohli)।

Read More: Team India: জায়গা হারাচ্ছেন রোহিত-কোহলি, মিডল অর্ডারের সমস্যা মেটাতে নতুন স্ট্র্যাটেজি টিম ইন্ডিয়ার !!

বিরাটকে উপহার দেবেন তার ভক্ত

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

বিরাটের চরম ভক্ত হলো উৎপল মিস্ত্রী নামে গুজরাতের এক ব্যবসায়ী। সুরাটে তিনি হিরে বিশেষজ্ঞের কাজ করেন। কোহলিকে (Virat Kohli) ছোট থেকে বড় মাপের ক্রিকেটার হতে দেখেছেন তিনি। এবার তিনি কোহলিকে এই বিশেষ উপহার দিতে চাইছেন। বিরাটকে হিরের ব্যাট উপহার হিসেবে দেবেন উৎপল, আর এই ব্যাটের কথা বলতে গেলে বাজার মূল্য হল প্রায় ১০ লাখ টাকা। জানা গিয়েছে যে, এই ব্যাগটি ৫ মিলিমিটার থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত চওড়া। সূত্রের খবর অনুযায়ী, আপাতত ব্যাটটিকে শংসাপত্রের জন্য পাঠানো হয়েছে। অনুমতি পেলেই ব্যাটটি কোহলির হাতে তুলে দেওয়া হবে। উৎপল এক ওয়েবসাইটে এবিষয়ে মন্তব্য করে বলেছেন, “আমি চাই প্রাকৃতিক হিরে দিয়ে তৈরি করা একটি ব্যাট দেশের সেরা ক্রিকেটারকে উপহার দিতে। প্রাকৃতিক হীরা ও পরীক্ষাগারে বানানো হীরা দুটো একেবারেই আলাদা। যেহেতু আমি হীরা ব্যাবসায়ী তাই আমি পারবো এটি চিহ্নিত করতে। আমি কোহলিকে প্রাকৃতিক হীরা দিয়ে তৈরি ব্যাটই উপহার হিসেবে দিতে চাই।

বিরাটের ক্রিকেট ক্যারিয়ার

virat kohli

সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন কোহলি। আগামী দিনে এই দুই ট্রফি জয় করতে ভারতীয় দলের বিরাটের ফর্ম জরুরি। পাশাপাশি, বিরাটের ক্যারিয়ারের কথা বলতে গেলে, ক্যারিয়ারের দিকে নজর দিলে দেখা যাবে, বিরাট ২৭৪ টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ৫৭.৩২ গড়ে, ১২৮৯৮ রান বানিয়েছেন। পাশাপাশি ৬৫ বার অর্ধশত রান ও ৪৬ বার শতরান হাঁকিয়েছেন। এছাড়া টেস্ট ক্রিকেটের কথা বলতে গেলে ১১১ টেস্ট ম্যাচ খেলে ৪৯.৩ গড়ে ৮৬৭৬ রান বানিয়েছেন কোহলি আর ১১৫ টি-টোয়েন্টি খেলে ৫২.৭৪ গড়ে ৪০০৮ রান বানিয়ে শীর্ষস্থানে রয়েছেন কোহলি।

Read More: “সেরার সেরা…”, ভারতীয় ক্র্রিকেটে ১৫ পূর্ণ করেছেন বিরাট কোহলি, এই ইনিংসকে মানলেন সর্বশ্রেষ্ট !! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *