"আজ বিয়ে তাও এসেছিলাম..", মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করা ভক্তের মন্তব্য ভাইরাল !! 1

ভারতীয় ফুটবল আন্তর্জাতিক মঞ্চে অনেকটাই পিছিয়ে আছে। কিন্তু এই খেলাকে নিয়ে উন্মাদনা দেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। কলকাতার ময়দানে ফুটবলকে নিয়ে বড়ো হয়ে ওঠেন অসংখ্য ক্ষুদে ভক্ত। ফলে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi) কলকাতায় আসার পরে থেকেই মেতে উঠেছিলেন সমর্থকরা। যুবভারতী ক্রীড়াঙ্গনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কিংবদন্তি ফুটবলারকে সংবর্ধনা দেওয়ার জন্য একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

কিন্তু দর্শকদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রণক্ষেত্র হয়ে ওঠে ফুটবল মাঠ। মেসিকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। এক ভক্ত জানান তিনি বিয়ে ফেলেই এই তারকাকে দখতে এসেছিলেন। সেই মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: ‘৬,৬,৬,৬,৬,৬..’, এশিয়া কাপের মঞ্চে যুবরাজের রেকর্ড ভেঙে চুরমার করলেন বৈভব সূর্যবংশী !!

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা-

"আজ বিয়ে তাও এসেছিলাম..", মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করা ভক্তের মন্তব্য ভাইরাল !! 2
Lionel Messi | Image: Twitter

মেসি কলকাতায় পা রাখার পর থেকেই ফুটবল ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। তার সঙ্গে ভারতে এসেছেন ইন্টার মিয়ামির (Inter Miami) সতীর্থ প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি’পল (Rodrigo De Paul)। শনিবার কর্মসূচি অনুযায়ী মেসি দিন শুরু করেন। হোটেলেই ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন। নিজের বিশাল স্ট্যাচু দেখে রীতিমতো অবাক হন তিনি।

এই অনুষ্ঠানে ফুটবলের রাজপুত্র বলেন, “আমি আতিথেয়তায় আপ্লুত। আমাকে এই রকম স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভারতে আসা সত্যিই সম্মানের বিষয় এবং আমার কাছে আনন্দের। এই দেশে এসে আমি খুশি। এই মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করতে পেরে আমাদের ভালো লাগছে। আর্জেন্টিনা দলের সঙ্গে এই শহরের বিপুল ভালোবাসা জড়িয়ে আছে।” সবকিছু সুষ্ঠভাবে চললেও যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি প্রবেশ করার পর বিশৃঙ্খলা তৈরি হয়।

ভক্তদের আবেগে ভাসল কলকাতা-

"আজ বিয়ে তাও এসেছিলাম..", মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করা ভক্তের মন্তব্য ভাইরাল !! 3
Yuva Bharati Kirangan | Image: Twitter

কয়েক হাজার টাকার টিকিট কেটে ভক্তরা যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারা এক ঝলকের জন্যেও ফুটবলের এই জাদুকরকে দেখতে পাননি। মাঠে প্রবেশ করার পর তাকে আয়োজকরা থেকে রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস ঘিরে ছিলেন বলে অভিযোগ সামনে আসে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হাত নাড়িয়ে দর্শকদের সঙ্গে বিশেষ মুহূর্ত তৈরি করার চেষ্টা করলেও মাঠের মধ্যে অসংখ্য অবাঞ্ছিত ভিরে হারিয়ে যান। এরপরই ক্ষোভ প্রকাশ করে স্টেডিয়ামে ভাঙচুর চালান উন্মত্ত জনতা।

নিরাপত্তার জন্য সঙ্গে সঙ্গে মেসিকে (Lionel Messi) স্টেডিয়ামের বাইরে নিয়ে চলে যাওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পরেও ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে কান্না ভেঙে পড়েন সমর্থকরা। এক ভক্ত জানান তিনি নিজের বিয়ে ফেলে মেসিকে দেখতে এসেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, “আজ আমার বিয়ের দিন। আমি সমস্ত অনুষ্ঠান ছেড়ে শুধু মেসিকে দেখার জন্য এসেছি‌। কিন্তু আয়োজকদের এমন করুণ দশা তাকে দেখতেই পেলাম না। সত্যিই সম্পূর্ণ বিষয়টি আয়োজকদের ব্যর্থতা। তাদের এই দায় নিতে হবে।”

Read Also: রহস্যময়ীর সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন যুবরাজ, হ্যাজেল কিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে শুরু জল্পনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *