ইমাম উল হক
বর্তমান পাকিস্তান দলের একদিবসীয় ফরম্যাটে একজন নির্ভরযোগ্য এবং নিয়মিত ক্রিকেটার হলেন ইমাম উল হক। বাঁহাতি এই ব্যাটসম্যান এখনো অবধি মাত্র ২টি t20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একদিবসীয় ক্রিকেটে তিনি বড়ো বড়ো ছয় মারতে পারলেও t20 ফরম্যাটে তিনি এখনো ছয় মারতে সক্ষম হননি।