যুবরাজ সিং এবং জাহির খান
ভারতীয় ক্রিকেটের দুই মহান ক্রিকেটার যুবরাজ সিং এবং জাহাহের খান একত্রে ২০০০সালে কেনিয়ার বিরুদ্ধে অভিষেক করেন। ক্রিকেট প্রেমীরা তাদের অভিষেক ম্যাচ মনে না রাখলেও 2011 সালের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের তাদের পারফর্মেন্সের জন্য সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা তাদের আজীবন মনে রাখবেন। 2011 সালের বিশ্বকাপে যুবরাজ সিং একজন বোলিং অলরাউন্ডার এবং জাহির খান একজন ফাস্ট বোলার হিসাবে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ভারতীয় ক্রিকেটকে দ্বিতীয়বার এর জন্য বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল।