এম এস ধোনি এবং যোগিন্দর শর্মা
২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচে এই দুই ভারতীয় সুপারস্টার খেলোয়াড় নিজেদের অভিষেক করেন। ধোনি হলেন বিশ্ব ক্রিকেটের একমাত্র সফল অধিনায়ক যিনি আইসিসি র ৩টি বড়ো ট্রফি জিতেছেন এবং যোগিন্দর শর্মা হলেন সেই নায়ক যিনি ২০০৭সালে প্রথম t20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস শেষ ওভারে ভারতীয় দলকে জয় এনে দিয়েছিলেন।