রেকর্ড: তৃতীয় ম্যাচে আর মাত্র ৬২ রান করলেই যুবরাজের এই রেকর্ড নিজের নামে করে নেবেন ধোনি
Indian captain Mahendra Singh Dhoni (L) hits a six to win against Sri Lanka as teammate Yuvraj Singh reacts during the Cricket World Cup 2011 final at The Wankhede Stadium in Mumbai on April 2, 2011. India beat Sri Lanka by six wickets. AFP PHOTO/Indranil MUKHERJEE (Photo credit should read INDRANIL MUKHERJEE/AFP/Getty Images)

আগামি কাল অর্থাৎ মঙ্গলবার ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় তথা নির্নায়ক ম্যাচের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। দু’দেশের দলের বিরুদ্ধে এই ম্যাচ অনুষ্ঠিত হবে হেডিংলের লীডস ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ইংল্যান্ড এবং ভারত দু’ দলই এই ওয়ানডে সিরিজ জয়ের মনোভাব নিয়ে মাঠে নামবে। প্রসঙ্গত এই সিরিজের প্রথম ম্যাচে ভারত রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি এবং কুলদীপ যাদবের ঘাতক বোলিংয়ের সুবাদের ইংল্যান্ডকে হারিয়ে দেয়। অন্যদিকে লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারত ঘরের দল ইংল্যান্ডের কাছে ৮৬ রানে হেরে যায়।

ধোনি গড়বেন আরেক রেকর্ড

রেকর্ড: তৃতীয় ম্যাচে আর মাত্র ৬২ রান করলেই যুবরাজের এই রেকর্ড নিজের নামে করে নেবেন ধোনি 1
Cricket – England v India – Second One Day International – Lord’s Cricket Ground, London, Britain – July 14, 2018 India’s MS Dhoni in action playing without a helmet as England’s Jos Buttler looks on Action Images via Reuters/Peter Cziborra

লীডসে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে ম্যাচে প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান উইকেটকীপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির কাছে একটি বিশেষ রেকর্ড গড়ার বড় সুযোগ রয়েছে। আসলে ধোনি যদি ওয়ানডে সিরিজের এই নির্নায়ক ম্যাচে আরও ৬২ রান করেন দেন তাহলে তাহলে তিনি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়ে যাবেন। এখনও পর্যন্ত ধোনি ইংল্যাণ্ডের বিরুদ্ধে ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলে ১৪৬২ রান বানিয়ে ফেলেছেন। প্রসঙ্গত ধোনি যদি এই ম্যাচে ৬২ রান করে ফেলতে পারেন তাহলে তিনি ছক্কার রাজা যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দেবেন। এই দুই দেশের মধ্যে খেলা ম্যাচে সবচেয়ে বেশি ১৫২৩ রান করার রেকর্ড রয়েছে যুবরাজ সিংয়ের নামে।

লর্ডসে করেছিলেন এই ঐতিহাসিক রেকর্ড

রেকর্ড: তৃতীয় ম্যাচে আর মাত্র ৬২ রান করলেই যুবরাজের এই রেকর্ড নিজের নামে করে নেবেন ধোনি 2
HAMILTON, NEW ZEALAND – MARCH 10: MS Dhoni of India looks on during the 2015 ICC Cricket World Cup match between Ireland and India at Seddon Park on March 10, 2015 in Hamilton, New Zealand. (Photo by Anthony Au-Yeung-IDI/IDI via Getty Images)

সম্প্রতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লর্ডসের ঐতিহ্যমন্ডিত স্টেডিয়ামে ধোনি একটি নয় দুটি বিশ্বরেকর্ড করেছিলেন। ধোনি লর্ডসের ওই ওয়ানডে ম্যাচে উইকেটকীপার হিসেবে ৩০০ ক্যাচ এবং ওয়ানডে ক্রিকেটে নিজের ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। এখন যদি ধোনি লীডসেও ৬২ রান করে দেন তাহলে তিনি একই সিরিজে তিনটে বিশ্বরেকর্ড করার অন্যন্য নজির গড়ে ফেলবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *