TOP 5: ৫ ভারতীয় তরুণ পেসার, যারা এশিয়া কাপে সুযোগ পেলে করবেন কামাল !! 1

তুষার দেশপান্ডে

Tushar Deshpande, ipl 2024
Tushar Deshpande | Image: Getty Images

তালিকায় তিন নম্বরে রয়েছেন মুম্বইয়ের পেসার তুষার দেশপান্ডে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় আইপিএলের মঞ্চে তুষার দেশপান্ডে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। ডানহাতি এই পেসার নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি স্লোয়ার ও ইয়র্কারে কার্যকর। তাঁকে আইপিএলে “ইমপ্যাক্ট প্লেয়ার” হিসেবে ব্যবহার করা হয়েছে বহুবার। এমএস ধোনির হয়ে খেলার সময় তিনি চেন্নাইয়ের মূল পেসার হিসাবে ধারাবাহিকতার সাথে উইকেট নিতেন এবং বিপক্ষ দলকে চাপে রাখতেন। আগামী দিনে ভারতের জন্য তিনি হতে পারেন বড় সম্পদ। এবারের আইপিএলে তিনি রাজস্থান রয়্যালস দলের অংশ ছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে খুব জলদি তিনি জাতীয় দলে সুযোগ পাবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *