মোহসিন খান

উত্তরপ্রদেশের মোহসিন খান (Mohsin Khan) আইপিএলে বেশিরভাগ ম্যাচেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বাঁহাতি পেসার হিসেবে তিনি নতুন বলে সুইং করাতে পারেন যেটি তাঁকে বাকিদের তুলনায় আরও স্পেশাল বানায়। বামহাতি পেসারদের বিরুদ্ধে ব্যাকফুটে থাকে ডানহাতি ব্যাটসম্যানরা। সাথে মোহসিন ডেথ ওভারেও ভালো প্রদর্শন দেখাতে পারেন। তিনি ভারতের তুলনামূলক বাঁকি বোলারদের থেকে লম্বা তাই উচ্চতা কাজে লাগিয়ে বাউন্স করানোর ক্ষমতাও আছে তাঁর। ভারতীয় দলে বাঁহাতি পেসারের সংখ্যা কম, তাই মোহসিনের উপর আলাদা নজর থাকবে। সুদূর ভবিষ্যতের তিনি ভারতীয় দলের জন্য বড় ভূমিকা রাখতে পারেন