এই 5 বার Sourav Ganguly দাদাগিরি দেখিয়েছে বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ভাগ্য

নিজের অধিনায়কত্বের পাওয়ারে নিজের পছন্দের কোচ বানিয়েছেন

TOP 5: এই পাঁচবার সৌরভ গাঙ্গুলী 'দাদাগিরি' দেখিয়েছিলেন বলেই বদলেছে ভারতীয় ক্রিকেটের চিত্র !! 1

যতই গ্রেগ চ্যাপেল আর সৌরভ গাঙ্গুলীর মধ্যে একটি বড়ো ঝামেলা থাকুক কিনতি এটাও সত্যি যে সৌরভ গাঙ্গুলীর বলাতেই বিসিসিআই গ্রেগ চ্যাপেলকে ভারতীয় দলের কোচ নিযুক্ত করেছিল। আসলে অস্ট্রেলিয়া সফর চলাকালীন গ্রেগ চ্যাপেল সৌরভ গাঙ্গুলীর ব্যাটিংয়ে উন্নতি করতে যথেষ্ট সাহায্য করেছিলেন। এই ব্যাপারে খুশি হয়ে সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সামনে গ্রেগ চ্যাপেলকে ভারতীয় দলের নতুন কোচ করার দাবী রেখেছিলেন। গাঙ্গুলীর এই দাবীর সামনে বিসিসিআইকে নত হতে হয়েছিল আর এটা প্রথমবার ছিল যখন কোনো অধিনায়কের পছন্দের কোচ বাছা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *